পুলিশকে আশ্বাস বারের কর্তাদের

রয়েছে সচেতনতা, রয়েছে শাস্তি। তবু এড়ানো যাচ্ছে না দুর্ঘটনা। প্রায়শই মত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন কেউ না কেউ। এ বার তা রুখতে নয়া চিন্তা পুলিশের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০১৭ ০১:৫৯
Share:

রয়েছে সচেতনতা, রয়েছে শাস্তি। তবু এড়ানো যাচ্ছে না দুর্ঘটনা। প্রায়শই মত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন কেউ না কেউ। এ বার তা রুখতে নয়া চিন্তা পুলিশের।

Advertisement

মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা বন্ধ করতে, পানশালা-রেস্তোরাঁগুলিতে অ্যাপ-চালিত ট্যাক্সি পরিষেবা চালু করতে চায় পুলিশ। এ নিয়ে নানা সংস্থার সঙ্গে কথাও হয়েছে বলে জানান ডিসি ট্র্যাফিক সলোমন নেসাকুমার। শুক্রবার মত্ত অবস্থায় গাড়ি চালানো ও তার প্রতিকার নিয়ে হোটেল, রেস্তোরাঁ মালিকদের সংগঠনের সঙ্গে বৈঠকে বসেন নেসাকুমার। বৈঠকে উঠে আসে, পার্ক স্ট্রিটের একটি হোটেলে অ্যাপ-চালিত ট্যাক্সি পরিষেবার একটি কিয়স্ক রয়েছে। সেই ব্যবস্থা সর্বত্র চালু করার ভাবনা বিশদে আলোচনা করেন ডিসি।

কিছু দিন আগে দুর্ঘটনায় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের পাশে থাকা মডেল সোনিকা চৌহানের মৃত্যু হয়। অভিযোগ, চালকের আসনে থাকা বিক্রম মত্ত ছিলেন। এর পরে আরও তৎপর হয়েছে পুলিশ। মত্ত অবস্থায় গাড়ি চালালে হাজতে রাত কাটাতে হবে বলে দাওয়াই দেয় পুলিশ। পানশালার মালিকদের সাহায্যও প্রয়োজন বলে জানায় পুলিশ। ডিসি ট্র্যাফিক সলোমন নেসাকুমারের কথায়, ‘‘অহেতুক কড়াকড়ি নয়। বদল আনতে চাই।’’

Advertisement

হোটেল, রেস্তোরাঁ মালিকদের সংগঠনের কর্তা সুদেশ পোদ্দার বলেন, প্রশাসনকে সাহায্য করতে তাঁরা প্রস্তুত। পানশালা, রেস্তোরাঁগুলিতে পোস্টার, ফ্লেক্স তৈরি করে মত্ত অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে প্রচার অভিযানের কথা দেন তাঁরা। তবে সিসিটিভি-র সামনে
‘ব্রেথ অ্যানালাইজার’ যন্ত্রে নিঃশ্বাস পরীক্ষা করানোর দায়িত্ব রেস্তোরাঁ কর্তৃপক্ষকেই নিতে হবে বলে জানিয়েছেন ডিসি। তাঁর পরামর্শ, পরে জটিলতা এড়াতে সিসিটিভি-র সামনেই পরীক্ষা হোক। দিন কয়েকেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানান ডিসি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন