Diesel Car

দূষণ ছড়ানো ডিজ়েল গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নয়া যন্ত্র লালবাজারের

ট্র্যাফিক পুলিশের কর্তারা জানাচ্ছেন, বর্তমানে পুলিশের হাতে থাকা দূষণ-রোধী যন্ত্র দিয়ে ডিজ়েল বা গ্যাস চালিত গাড়ি, এমনকি ভারত স্টেজ-৬ গাড়ির দূষণও পরিমাপ করা যায় না।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ০৯:০৮
Share:

—প্রতীকী চিত্র।

ডিজ়েল কিংবা সিএনজি চালিত গাড়ি রাস্তায় দূষণ ছড়ালে এ বার থেকে সেগুলির বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারবে কলকাতা ট্র্যাফিক পুলিশ। সূত্রের খবর, পেট্রল চালিত গাড়ির পাশাপাশি যাতে ডিজ়েল, এলপিজি এবং সিএনজি চালিত গাড়ির দূষণও পরীক্ষা করা যায়, তার জন্য অত্যাধুনিক যন্ত্র (স্মোক মিটার) কিনেছে লালবাজার। আপাতত কেনা হয়েছে এমন ৩০টি যন্ত্র। ইতিমধ্যেই কলকাতা পুলিশের ২৬টি ট্র্যাফিক গার্ডকে ওই স্মোক মিটার দেওয়া হয়েছে। দু’টি স্মোক মিটার পেয়েছে কলকাতা পুলিশের অ্যান্টি-পলিউশন সেল।

ট্র্যাফিক পুলিশের কর্তারা জানাচ্ছেন, বর্তমানে পুলিশের হাতে থাকা দূষণ-রোধী যন্ত্র দিয়ে ডিজ়েল বা গ্যাস চালিত গাড়ি, এমনকি ভারত স্টেজ-৬ গাড়ির দূষণও পরিমাপ করা যায় না। পুলিশের ধারণা, এই ক্ষেত্রে বিশেষ ভাবে কার্যকর হবে স্মোক মিটার। সেগুলি দিয়ে দূষণ ছড়ানো বাসের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যাবে।

ট্র্যাফিক পুলিশ সূত্রের খবর, স্মোক মিটার কেনার জন্য বছর দুয়েক আগে লালবাজারের তরফে কলকাতা পুরসভাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রাথমিক ভাবে সেই প্রস্তাব মঞ্জুর না হলেও পরে পুরসভা তাতে সবুজ সঙ্কেত দেয়। পুলিশ সূত্রের খবর, ৩০টি স্মোক মিটার কেনার জন্য খরচ হয়েছে প্রায় এক কোটি ৪০ লক্ষ টাকা। ভবিষ্যতে প্রয়োজনে এই যন্ত্রের সংখ্যা বাড়ানো হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন