কলকাতার আকাশ শনিবারও থাকবে মূলত মেঘলা, সঙ্গে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। —ফাইল চিত্র।
বর্ষা বিদায়ের লগ্ন উপস্থিত। তবু নাছোড় বৃষ্টি! শুক্রবার আচমকা প্রবল বর্ষণ আর বজ্রপাতে সাময়িক ভাবে থমকে গিয়েছিল কলকাতা। একাধিক রাস্তায় জল জমে গিয়েছিল। মৌসুমি বায়ুর প্রভাবেই এই বিক্ষিপ্ত বৃষ্টি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তার সতর্কতা জারি রয়েছে শনিবারও।
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের দু’একটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এই পাঁচ জেলায় হলুদ সতর্কতা রয়েছে। এ ছাড়া, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি এবং মাঝেমাঝে বজ্রপাত হতে পারে। আপাতত সোমবার পর্যন্ত এই পূর্বাভাস রয়েছে। তার পর আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার থেকেই বৃষ্টির পরিমাণ কমে যাবে দক্ষিণে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে আর কোথাও আবহাওয়ার সতর্কতা নেই। সব জেলাতেই শনিবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। সোমবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙের কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকবে। তার পর উত্তরবঙ্গের সর্বত্র আবহাওয়া থাকবে শুকনো। চলতি সপ্তাহের শুরুতে দার্জিলিঙে এক রাতের টানা বর্ষণে যে বিপর্যয় ঘটেছিল, তার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। আর বৃষ্টি হয়নি।
শুক্রবারের বৃষ্টির পর হাওয়া অফিস জানিয়েছিল, আপাতত মৌসুমি বায়ুর প্রভাবে স্থানীয় ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। আর দু’তিন দিন এই পরিস্থিতি চলতে পারে। তার পর ধীরে ধীরে এ বছরের মতো বর্ষা বিদায় নেবে।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম।