Weather Update

কার্নিভালের সন্ধ্যায় কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা! ঘণ্টায় ৪০ কিমি গতিতে ঝোড়ো হাওয়ার সতর্কতাও

রবিবার কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে বজ্রপাতও। তবে কলকাতার সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ ১৫:২০
Share:

নির্বিঘ্নে কাটবে দুর্গাপুজোর কার্নিভাল? শহরবাসীর মনে এটাই এখন প্রশ্ন। — ফাইল চিত্র।

আর কিছু ক্ষণের মধ্যেই কলকাতার রেড রোডে শুরু হতে চলেছে দুর্গাপুজোর কার্নিভাল। দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ। রবিবার সকালে শহরের আকাশ ছিল মেঘলা। প্রশ্ন উঠছে, এই আবহে কার্নিভালের সন্ধ্যায় কেমন থাকবে কলকাতার আবহাওয়া? পুজোর শেষ দিকে যেমন হয়েছে, তেমন বৃষ্টিতে কি ভেস্তে যাবে উদ্‌যাপন, না কি রেড রোডে বসে নির্বিঘ্নেই কার্নিভাল দেখতে পারবেন দর্শনার্থীরা! আলিপুর আবহাওয়া দফতর বলছে, রবিবার সন্ধ্যায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায়। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে কলকাতার সব জায়গায় ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। তাই উদ্‌যাপনে বৃষ্টির বাদ সাধার সম্ভাবনা খুব বেশি নয়।

Advertisement

রবিবার সকাল থেকে কলকাতায় মুখভার করে ছিল আকাশ। মাঝেমধ্যে রোদ উঠলে ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা হয়েছে শহরবাসীর। তবে মেঘলা থাকায় কিছুটা স্বস্তি মিলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার বিকেল ৩টে ১৫ মিনিট থেকে পরবর্তী দু’ থেকে তিন ঘণ্টা কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে বজ্রপাতও। তবে কলকাতার সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই। কিছু জায়গায় হতে পারে বৃষ্টি। বৃষ্টির পাশাপাশি দু’-এক জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর ফলে কলকাতায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। রবিবার বিকেলে কলকাতার পাশাপাশি আশপাশের তিন জেলা হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রবিবার বিকেল থেকে রেড রোডে শুরু হতে চলেছে কার্নিভাল। শতাধিক পুজো কমিটি যোগ দেবে এই উদ্‌যাপনে। রেড রোডে বসে শোভাযাত্রা দেখবেন বিশিষ্ট জন-সহ বহু মানুষ। হাওয়া অফিসের পূর্বাভাস যা রয়েছে, তাতে উদ্‌যাপন পুরোপুরি ভেস্তে যাবে না বলেই মনে করা হচ্ছে। তবে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে শহরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement