Rainfall In Kolkata

নবমীর দুপুরে মুষলধারে বৃষ্টি নামল কলকাতায়! দমকা হাওয়া, বজ্রপাত-সহ আরও চার জেলায় হতে পারে বর্ষণ

বুধবার দুপুর থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। দুপুর আড়াইটে থেকে বিকেলের মধ্যে কলকাতায় দমকা হাওয়া এবং মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছিল তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ১৫:০১
Share:

নবমীর ঠাকুর দেখা ভেস্তে দিতে পারে বৃষ্টি! —নিজস্ব চিত্র।

হালকা বৃষ্টির মধ্যে দিয়ে উতরে গিয়েছে অষ্টমীর রাত। কিন্তু নবমীর দুপুরে মুষলধারে বৃষ্টি নামল কলকাতায়। বুধবার দুপুর থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। দুপুর আড়াইটে থেকে বিকেলের মধ্যে কলকাতায় দমকা হাওয়া এবং মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছিল তারা।

Advertisement

হাওয়া অফিসের সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী, বিকেল পর্যন্ত কলকাতা, উত্তর ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ও হাওড়ার বিস্তীর্ণ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। তাই নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্য দিকে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দুপুর থেকেই অঝোরে বৃষ্টি শুরু হয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এটি আরও উত্তর-পূর্বে সরবে এবং নবমীর বিকেলের মধ্যেই নিম্নচাপে পরিণত হবে। ৩ অক্টোবরের মধ্যে নতুন নিম্নচাপটি আরও গভীর নিম্নচাপে ঘনীভূত হবে এবং উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার উপকূলের মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি চলবে।

Advertisement

ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে দশমীর দিন, বৃহস্পতিবারও। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পাশাপাশি হতে পারে বজ্রপাত। কোথাও কোথাও হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। এ ছাড়া, শহরে শুক্রবার এবং শনিবার বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement