গুলিচালনায় গ্রেফতার

দত্তাবাদে গুলিচালনার ঘটনায় মূল অভিযুক্ত ভোলা সর্দার গ্রেফতার হল। মঙ্গলবার রাতে, সল্টলেকের কুলিপাড়া থেকে। বুধবার বিধাননগর আদালতে তার পুলিশি হেফাজত হয়। গত শনিবার দত্তাবাদে গণেশ দাস নামে এক তৃণমূল সমর্থক গুলিবিদ্ধ হন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৫ ০০:০৫
Share:

দত্তাবাদে গুলিচালনার ঘটনায় মূল অভিযুক্ত ভোলা সর্দার গ্রেফতার হল। মঙ্গলবার রাতে, সল্টলেকের কুলিপাড়া থেকে। বুধবার বিধাননগর আদালতে তার পুলিশি হেফাজত হয়। গত শনিবার দত্তাবাদে গণেশ দাস নামে এক তৃণমূল সমর্থক গুলিবিদ্ধ হন। অভিযোগের আঙুল ওঠে ভোলার বিরুদ্ধে। বিধাননগরের এডিসিপি দেবাশিস ধর জানান, ধৃতের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ছিল। গ্রেফতারও হয়েছিল সে। মাস খানেক আগে জামিনে ছাড়া পায়। পুলিশের দাবি, ভোলা জেরায় জানিয়েছে, ঘটনার দিন স্থানীয় যুবকদের সঙ্গে বসে মদ খাচ্ছিল সে। গণেশ-সহ কয়েক জন তৃণমূল সমর্থক তাকে উত্যক্ত করায় সে গুলি চালিয়ে দেয়। যদিও ভোলার দাবি মানতে নারাজ পুলিশ। এডিসিপি-র দাবি, ধৃতের কোনও রাজনৈতিক যোগসূত্র মেলেনি। কিন্তু স্থানীয়দের অভিযোগ, মাস ছয় আগেও শাসকদলের ছত্রছায়ায় ছিল ভোলা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement