এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।
প্রথমে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, তার পর তরুণীর টাকা ও গহনা হাতিয়ে নেওয়ার অভিযোগে দক্ষিণ কলকাতার এক যুবককে গ্রেফতার করল পুলিশ। পূর্ব যাদবপুরে ঘটনাটি ঘটেছে। তরুণীর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
‘নির্যাতিতা’ তরুণীর অভিযোগ, বছরখানেক আগে এক যুবকের সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়। নিজেকে ইভেন্ট ম্যানেজার হিসাবে পরিচয় দিয়েছিলেন অভিযুক্ত। ক্রমে দু’জনের সম্পর্ক আরও গভীর হয়। তরুণীকে বিয়ের প্রতিশ্রুতিও দেন ওই যুবক। একসঙ্গে থাকতে শুরু করেন দু’জনে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক তরুণীর সঙ্গে দিনের পর দিন সহবাসও করেন বলে অভিযোগ।
তরুণীর আরও দাবি, সম্পর্কে থাকাকালীন তাঁর কিছু টাকা এবং গহনা ওই যুবকের কাছে ছিল। কিন্তু সম্প্রতি চিড় ধরে তাঁদের সম্পর্কে। তখন ওই তরুণী যুবকের কাছ থেকে টাকা এবং গহনা ফেরত চাইলে তিনি তাতে কর্ণপাত করেননি বলে অভিযোগ। বরং এ বিষয়ে একাধিক বার যুবকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি গহনা বা টাকা— কোনওটাই ফেরত দেননি। এর পরেই পুলিশের দ্বারস্থ হন ওই তরুণী। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ধৃতকে আদালতে হাজির করানো হয়েছে।