— প্রতিনিধিত্বমূলক চিত্র।
বাড়ির সামনে অটো রাখা নিয়ে গভীর রাতে শুরু হয়েছিল বচসা। আর তার জেরেই বাড়ির ভিতর থেকে বন্দুক নিয়ে এসে শূন্যে গুলি চালিয়ে দিলেন বৃদ্ধ! মঙ্গলবার রাতে সিঁথি থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযোগ দায়ের হয়েছে থানায়।
অভিযোগ, বচসার সূত্রপাত বাড়ির সামনে একটি অটো রাখাকে কেন্দ্র করে। মঙ্গলবার রাত ১১টা নাগাদ বাড়ির সামনে দাঁড় করিয়ে রাখা অটোটি চোখে পড়ে বাড়ির বাসিন্দা বৃদ্ধের। প্রথমে তিনি বেরিয়ে এসে অটোচালককে গাড়িটি সরাতে বলেন। কিন্তু তাতে উল্টে দু’জনের মধ্যে বচসা বেধে যায়। কথা কাটাকাটির মাঝে এক পর্যায়ে বাড়ির ভিতরে গিয়ে একটি বন্দুক হাতে নিয়ে বেরিয়ে আসেন বৃদ্ধ। তার পর সেটি থেকে শূন্যে গুলি চালিয়ে দেন।
প্রায় মধ্যরাতে গুলি চলতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। থানায় খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। তাঁরাই গিয়ে পরিস্থিতি সামাল দেন। জানা গিয়েছে, অভিযুক্ত বৃদ্ধের কাছে থাকা বন্দুকটি বেআইনি নয়। রীতিমতো লাইসেন্সও রয়েছে সেই বন্দুকের। তবে গোটা ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ।
উল্লেখ্য, গত বেশ কয়েক দিন ধরে একের পর এক গোলাগুলির ঘটনা ঘটছে কলকাতায়। দিন কয়েক আগে কসবায় গুলি চলায় আহত হয়েছিলেন এক তরুণ। তার উপর মঙ্গলবার রবীন্দ্র সরণি এলাকায় অমিত সিংহ নামে এক যুবকের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে। সেই আবহে ফের গোলাগুলির ঘটনা ঘটল শহরে।