কালীপুজোর রাতে শহরে একাধিক অগ্নিকাণ্ড

পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, মানিকতলা এলাকার বাগমারি রোডের একটি আবাসনের দোতলার বন্ধ ফ্ল্যাটে মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ প্রদীপের শিখা থেকে আগুন লাগে। ওই ফ্ল্যাটের আশপাশের বাসিন্দারাই দমকলকে খবর দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৮ ০১:১৭
Share:

—প্রতীকী ছবি।

মঙ্গলবার রাত থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত শহরে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এর মধ্যে দু’টি ঘটনা ঘটেছে কালীপুজোর জন্য সাজানো প্রদীপের শিখা থেকে। বাকিগুলির আগুন লাগার কারণ অবশ্য জানা যায়নি।

Advertisement

পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, মানিকতলা এলাকার বাগমারি রোডের একটি আবাসনের দোতলার বন্ধ ফ্ল্যাটে মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ প্রদীপের শিখা থেকে আগুন লাগে। ওই ফ্ল্যাটের আশপাশের বাসিন্দারাই দমকলকে খবর দেন। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ওই ফ্ল্যাটে ঢুকে আগুন নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় হতাহতের কোনও ঘটনা না ঘটলেও ওই ফ্ল্যাটের আসবাবপত্র কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।

ওই রাতেই জোড়াবাগান থানা এলাকায় কালীকৃষ্ণ ঠাকুর রোডের একটি বাড়ির তিনতলায় আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিন আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। অন্য দিকে কড়েয়ার পাম অ্যাভিনিউয়ের একটি ফ্ল্যাটে মঙ্গলবারই রাত সাড়ে দশটা নাগাদ আগুন লাগে। দমকলের দু’টি ইঞ্জিন এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। কালীপুজোর জন্য সাজানো প্রদীপের শিখা থেকে এই আগুন লাগে বলে প্রাথমিক তদন্তের পরে দমকল জানিয়েছে।

Advertisement

এই ঘটনায় কেউ হতাহত না হলেও ফ্ল্যাটের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। ওই রাতে সাড়ে আটটা নাগাদ বড়বাজার এলাকার একটি বাড়ির ছাদের একটি ঘরে আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণ করে। অন্যদিকে শ্যামপুকুর থানা এলাকার রবীন্দ্র সরণিতে মঙ্গলবার রাত সাড়ে ন’টা নাগাদ একটি কাপড়ের গুদামের অস্থায়ী শেডে আগুন লাগে। দমকলের চারটি ইঞ্জিন প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে কেউ হতাহত না হলেও গুদামটি ক্ষতিগ্রস্ত হয়।

পাটুলির একটি ক্লাবের মন্দিরে আগুন লাগার ঘটনা ঘটে মঙ্গলবার রাত এগারোটা নাগাদ। দমকলের দু’টি ইঞ্জিন আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। আগুন লাগার কারণ অবশ্য জানা যায়নি। অন্য দিকে নিউ আলিপুর থানা এলাকার ওস্তাদ আমির খান সরণির একটি বাণিজ্য প্রতিষ্ঠানের দোতলায় বুধবার পৌনে চারটে নাগাদ আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিন প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। আগুন লাগার কারণ অবশ্য জানা যায় নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন