Coronavirus

ব্যবস্থা ৭০১ জন চালকের বিরুদ্ধে

ট্র্যাফিক পুলিশের এক কর্তা জানান, মূলত বেপরোয়া বাইকচালকদের বিরুদ্ধে ওই অভিযান হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ জুন ২০২০ ০১:৫২
Share:

ফাইল চিত্র

পুলিশের নজরদারি শিথিল হতেই মোটরবাইকের দৌরাত্ম্য শুরু হয়েছিল। আর তাই শনিবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত লকডাউন অমান্যকারী বাইক-আরোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করল লালবাজার। পুলিশ সূত্রের খবর, ওই রাতে থানা ও ট্র্যাফিক গার্ড যৌথ ভাবে শহরে তল্লাশি চালিয়ে ৭০১ জন চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বাজেয়াপ্ত হয়েছে কিছু বাইক। পুলিশের বিশেষ তল্লাশির মুখে পড়েছেন হাজারখানেক চালক।

Advertisement

ট্র্যাফিক পুলিশের এক কর্তা জানান, মূলত বেপরোয়া বাইকচালকদের বিরুদ্ধে ওই অভিযান হয়েছে। হেলমেট না থাকা, ট্র্যাফিক আইন অমান্য, বাইকে তিন জন সওয়ারি নেওয়ার অভিযোগে ব্যবস্থা নিয়েছে পুলিশ। অভিযোগ, লকডাউন শিথিল হতেই মোটরবাইকের দাপাদাপি শুরু হয়েছে শহরে। বাড়ছে রাত ৯টার পরে লকডাউন বিধি

অমান্য করে অকারণে গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়ার প্রবণতা। যা নজর এড়ায়নি লালবাজারের। তাই রাতেও থানা এবং ট্র্যাফিক গার্ডকে বিশেষ অভিযান চালাতে বলা হয়। পুলিশের একটি অংশ জানিয়েছে, শনিবার রাতে বৃষ্টিতে ওই অভিযান বাধা পায়। না-হলে বেপরোয়া মোটরবাইকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সংখ্যা অনেকটাই বাড়ত।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন