Vote

বঙ্গে বাদ প্রায় ৬ লক্ষ ভোটার, কমিশনের ফুল বেঞ্চ আগামী সপ্তাহে

রাজ্যে এপ্রিল মাসে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। কোভিড পরিস্থিতিতে বুথের সংখ্যা বাড়তে পারে। রাজ্যে ৭৮ হাজার ৯০৩টি বুথ রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২১ ১৭:২৩
Share:

ফাইল ছবি।

প্রকাশিত হল সংশোধিত ভোটার তালিকা। কমিশন সূত্রে খবর, নতুন তালিকায় মোট ভোটার ৭ কোটি ৩২ লক্ষ ৯৪ হাজার ৯৮০জন। আগে মোট ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ১৮ লক্ষ ৪৯ হাজার ৩০৮ জন। বেশ কিছু ভোটারের নাম বাদ পড়েছে। বাদ গিয়েছে প্রায় ৬ লক্ষ ভোটারের নাম।

Advertisement

সংশোধিত তালিকায় পুরুষ ভোটার রয়েছেন ৩ কোটি ৭৩ লক্ষ ৬৬ হাজার ৩০৬। মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৫৯ লক্ষ ২৭ হাজার ৮৪। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ৭৯০ জন। ভোটার বেড়েছে ২০ লক্ষের বেশি। নতুন ভোটার তালিকা অনুযায়ী আগের থেকে ভোটার সংখ্যা বেড়েছে ২.০১ শতাংশ।

রাজ্যে এপ্রিল মাসে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। কোভিড পরিস্থিতিতে বুথের সংখ্যা বাড়তে পারে। রাজ্যে ৭৮ হাজার ৯০৩টি বুথ রয়েছে। সে ক্ষেত্রে আরও ২৮টি বুথ অতিরিক্ত হতে পারে।

Advertisement

এর মধ্যে বাংলায় ২ দফায় ঘুরে গিয়েছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। তিনি স্পষ্টতই বুঝিয়ে দিয়েছেন, ভোটের সময় হিংসা বরদাস্ত করা হবে না। গোলমাল, রাজনৈতিক হিংসা রুখতে পুলিশ-প্রশাসনকে তৈরি থাকতে হবে। সূত্রের খবর, আগামী ২০ জানুয়ারি রাজ্যে পৌঁছতে পারে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সাধারণত ফুল বেঞ্চ ঘুরে যাওয়ার পর ভোটের কালবিলম্ব হয় না। ফ্রেব্রুয়ারির শেষে বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। কত দফায় ভোট হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। চার থেকে পাঁচ দফায় ভোট হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:‘ক্রিমিনাল’ বলায় শোভনের বিরুদ্ধে মামলার পথে কুণাল, আক্রমণ ফেসবুকেও

আরও পড়ুন: ‘জয় শ্রীরাম’ নিয়ে বিতর্ক, টুইট-যুদ্ধে অবিরত যুযুধান সায়নী-তথাগত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন