KMC

চলতি বছরের পুর প্রকল্পের অনুমোদন এ মাসেই

চলতি বছরে যে সব পুর প্রকল্পের কাজ হবে, সেগুলির প্রয়োজনীয় অনুমোদন ৩১ জানুয়ারির মধ্যে নিতে হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা পুর কর্তৃপক্ষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২০ ০২:৫৮
Share:

কলকাতা পুরসভা। —ফাইল চিত্র।

চলতি বছরে যে সব পুর প্রকল্পের কাজ হবে, সেগুলির প্রয়োজনীয় অনুমোদন ৩১ জানুয়ারির মধ্যে নিতে হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা পুর কর্তৃপক্ষ।

Advertisement

পুরকর্তাদের কয়েক জন জানাচ্ছেন, অনেক ক্ষেত্রেই দেখা যায়, বছরের মাঝামাঝি গিয়ে প্রকল্পের জন্য অনুমোদন নেয় একাধিক বিভাগ। ফলে সেগুলি শুরু এবং শেষ হতে সময় বেশি লেগে যায়। তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, যদি বছরের শুরুতেই জানা যায় যে পুরসভা কী কী প্রকল্প বাস্তবায়িত করবে, সে ক্ষেত্রে যেমন ঠিক হিসেব রাখা যায়, তেমনই কোন খাতে কী বরাদ্দ, তা-ও স্পষ্ট বোঝা যায় বলে জানাচ্ছেন পুরকর্তাদের অনেকেই।চলতি মাসের মধ্যে প্রকল্পের জন্য অনুমোদনই শুধু নয়, পুরসভা যে সমস্ত প্রকল্প ইতিমধ্যেই শুরু করেছে বা যেগুলি শেষের পথে, সেগুলির ক্ষেত্রে প্রকল্প স্থলে একটি বোর্ড লাগানোর সিদ্ধান্ত নিয়েছে পুর প্রশাসন। তবে এই সিদ্ধান্ত নতুন নয় বলেই জানাচ্ছে পুরসভা। কিন্তু তা সম্পূর্ণ বাস্তবায়িত না হওয়ায় ফের বিষয়টিতো জোর দিচ্ছে পুর প্রশাসন। সংশ্লিষ্ট বোর্ডে প্রকল্পের নাম, খরচ-সহ বিস্তারিত তথ্য উল্লেখ করার কথা বলা হয়েছে। এক পুরকর্তার কথায়, ‘‘নাগরিকেরা যাতে প্রকল্পের ব্যাপারে সব তথ্য জানতে পারেন, সে কারণে এই সিদ্ধান্ত।’’

শুধু প্রকল্প শেষ করলেই তো হবে না, এর ফলে মানুষ কতটা উপকৃত হলেন বা আদৌ হলেন কি না বা প্রকল্পে কোনও সমস্যা রয়েছে কি না, সে ব্যাপারেও নিয়মিত নজরদারি করা হবে বলে পুরসভা সূত্রের খবর। এক পুরকর্তার কথায়, ‘‘প্রকল্পের একটি নির্দিষ্ট রূপরেখা থাকলে কাজ করতে যেমন সুবিধা হয়, তেমনই কাজেও স্বচ্ছতা থাকে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন