Book

দু’মলাটে উত্তাল সত্তরের কাব্য-আখ্যান

উত্তরবঙ্গের প্রত্যন্ত এলাকা নকশালবাড়ি থেকে যে আন্দোলনের স্ফুলিঙ্গ সৃষ্টি হয়েছিল পরে তা দাবানল হয়ে ছড়িয়ে পড়ে গোটা দেশে। সে বড় উত্তাল সময়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৭ ১৭:৪২
Share:

প্রকাশিত হল রক্তাক্ত সত্তরের কবিতা-দলিল ‘বজ্রমানিক দিয়ে গাঁথা’।

উত্তরবঙ্গের প্রত্যন্ত এলাকা নকশালবাড়ি থেকে যে আন্দোলনের স্ফুলিঙ্গ সৃষ্টি হয়েছিল পরে তা দাবানল হয়ে ছড়িয়ে পড়ে গোটা দেশে। সে বড় উত্তাল সময়। রাষ্ট্রের নানা অবিচারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন দেশের মানুষ। শোনা গিয়েছিল বসন্তের বজ্রনির্ঘোষ। ‘স্বদেশ আমার সাথিদের খুনে লাল/খুন যত ঝরে ঢেউ তত উত্তাল।’ নকশালবাড়ি আন্দোলন। আর সেই আন্দোলন দমনের নামে রাষ্ট্রীয় সন্ত্রাস আর জরুরি অবস্থা দেশের সমাজ-সংস্কৃতিতে তৈরি করেছিল এক গভীর ক্ষত। কখনও আন্দোলনের হাতিয়ার হিসেবে, কখনও বা সাক্ষ্য, সমর্থন, গঠনমূলক সমালোচনা হিসেবে গান, নাটক, গল্প-উপন্যাসের পাশাপাশি লেখা হয়েছিল অজস্র কবিতা। কোনও কোনও লেখায় আবার লেগেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের রক্তদাগ। সেই উত্তাল সময়ের প্রতিবিম্ব হিসেবেই যেন এ বারের বইমেলায় প্রকাশিত হল রক্তাক্ত সত্তরের কবিতা-দলিল ‘বজ্রমানিক দিয়ে গাঁথা’। ১৮২ জন কবির ২৮০টি কবিতা। সংকলনটি সম্পাদনা করেছেন রাহুল পুরকায়স্থ। প্রচ্ছদ হিরণ মিত্রের।

Advertisement

আরও পড়ুন: হাতুড়ির ৪১ ঘা, শুরু বইমেলা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন