আমিরের নামে পরোয়ানা নিয়ে ক্ষুব্ধ এনআইএ

কখনও সে লন্ডন, কখনও দুবাই, কখনও আবার সিঙ্গাপুরে। কোনও সময়ে তার ফোন আসছে আফ্রিকার মোম্বাসা থেকে। দেশজ জঙ্গি সংগঠন ‘ইন্ডিয়ান মুজাহিদিন’-এর অন্যতম প্রতিষ্ঠাতা, কলকাতার সেই আমির রেজা খানের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানার মেয়াদ এ বার মাত্র এক মাস বাড়াল আদালত।

Advertisement

সুরবেক বিশ্বাস

শেষ আপডেট: ০৪ মে ২০১৭ ০১:২১
Share:

আমির রেজা খান

কখনও সে লন্ডন, কখনও দুবাই, কখনও আবার সিঙ্গাপুরে। কোনও সময়ে তার ফোন আসছে আফ্রিকার মোম্বাসা থেকে। দেশজ জঙ্গি সংগঠন ‘ইন্ডিয়ান মুজাহিদিন’-এর অন্যতম প্রতিষ্ঠাতা, কলকাতার সেই আমির রেজা খানের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানার মেয়াদ এ বার মাত্র এক মাস বাড়াল আদালত।

Advertisement

মঙ্গলবার কলকাতার এনআইএ আদালতের বিচারক শুভ্রা ঘোষের দেওয়া ওই নির্দেশের প্রতিলিপি বুধবার হাতে পেয়ে হতাশ জাতীয় তদন্তকারী সংস্থা। তাদের বক্তব্য, এর ফলে দেশের বাইরে পালিয়ে থাকা আমির রেজা খান ইন্টারপোলের রেড কর্নার নোটিসের জেরে ভিন্ দেশে ধরা পড়লেও ফস্কে যেতে পারে!

দক্ষিণ কলকাতার একটি পাঁচতারা হোটেলের মালিককে হুমকি দিয়ে ফোন করে কয়েক কোটি টাকা তোলা চাওয়ার অভিযোগে আমিরের বিরুদ্ধে ২০১০ সালে ওই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।

Advertisement

এনআইএ-র ব্যাখ্যা, এত স্বল্প মেয়াদের গ্রেফতারি পরোয়ানা যথেষ্ট ঝুঁকির। এক মাসের মধ্যে পরোয়ানার মেয়াদ বৃদ্ধি করা না হলে সেই সময়ে আমির বিদেশে ধরা পড়লেও ২৩ ঘণ্টা পরে তাকে ছেড়ে দিতে হবে। এনআইএ-র বিশেষ কৌঁসুলি দেবাশিস মল্লিক চৌধুরী বলেন, ‘‘আমরা চেয়েছিলাম, আমিরের গ্রেফতারি পরোয়ানার মেয়াদ ছ’মাস বাড়ানো হোক। কিন্তু বিচারক এই মাসেই বদলি হয়ে যাচ্ছেন। তাই উনি পরোয়ানার মেয়াদ এক মাস বাড়িয়েছেন।’’

আরও পড়ুন: পিজিতে বচসা, ঘরে ‘আটকে’ মা এবং শিশু

আমির ২০০২-এর জানুয়ারিতে কলকাতায় মার্কিন তথ্যকেন্দ্রের সামনে জঙ্গি হামলার ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত। যার তদন্ত কলকাতা পুলিশের হাতে। তোলা চেয়ে হুমকি-ফোনের ঘটনায় ২০১০-এর ফেব্রুয়ারিতে কলকাতা পুলিশ মামলা রুজু করলেও স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে সে বছর নভেম্বরে তদন্ত যায় এনআইএ-র হাতে।

ওই মামলায় এখনও পর্যন্ত একমাত্র অভিযুক্ত আমির-ই। তার বিরুদ্ধে এনআইএ বরাবর ওপেন ওয়ার‌্যান্ট চাইছে। যার সময়সীমা নেই। তবে কলকাতার এনআইএ আদালত আমিরের বিরুদ্ধে ওপেন ওয়ার‌্যান্ট অনুমোদন করেনি। আদালত সূত্রের খবর, নথি ঠিক মতো খেয়াল
রাখা যায় না বলে বিচারক ওপেন ওয়ার‌্যান্ট দেননি।

এনআইএ-র এক কর্তার বক্তব্য, আমির কলকাতার মফিদুল ইসলাম লেনের ছেলে। তার বিরুদ্ধে এখানে রুজু হওয়া মামলাগুলির মধ্যে এই একটিই কেন্দ্রীয় সংস্থার হাতে। ‘‘আমির ধরা পড়ার পরে কোনও কারণে কেন্দ্রীয় সংস্থার মামলার গ্রেফতারি পরোয়ানা সময় মতো না পৌঁছলে ওর ক্ষেত্রে আমাদের জায়গাটা নড়বড়ে হয়ে যাবে,’’ বলেন এক গোয়েন্দা-কর্তা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন