চলছে মাধ্যমিক পরীক্ষা, তবুও তারস্বরে মাইক বাজার অভিযোগ

স্থানীয় সূত্রের খবর, ঘোলা বাজার এলাকার মানিকডাঙা অঞ্চলে রবিবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই উপলক্ষে ওই এলাকায় ক’দিন ধরেই মাইক বাজিয়ে প্রচার চলছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৮ ০২:৫০
Share:

এই মাইকের কারণেই অসুবিধার অভিযোগ উঠেছে। রবিবার, ঘোলা বাজারে। ছবি: সজল চট্টোপাধ্যায়

রবিবার সকাল থেকেই তারস্বরে মাইক বাজছিল। অভিযোগ, এলাকাবাসী অতিষ্ঠ হয়ে ওঠেন। পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের পড়াশোনা করতে খুবই অসুবিধা হয়।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, ঘোলা বাজার এলাকার মানিকডাঙা অঞ্চলে রবিবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই উপলক্ষে ওই এলাকায় ক’দিন ধরেই মাইক বাজিয়ে প্রচার চলছিল। রবিবারও বিকেল চারটে পর্যন্ত এই শব্দযন্ত্রণা জারি ছিল বলে এলাকাবাসীর অভিযোগ। বিশেষ করে সমস্যায় পড়ে মাধ্যমিক পরীক্ষার্থীরা। কিন্তু রক্তদান শিবিরটি স্থানীয় তৃণমূল সমর্থিত একটি দল আয়োজন করেছিল বলে এলাকাবাসী প্রতিবাদ করার সাহস দেখাননি। কিন্তু ক’দিন ধরেই শব্দদূষণ ঘটছে, এমন খবর পেয়ে সংবাদমাধ্যমের লোকজন সেখানে যান। তখনই উদ্যোক্তারা নড়ে-চড়ে বসেন। রাস্তায় লাগানো মাইকগুলি বন্ধ করে দেওয়া হয়। যদিও সাউন্ডবক্স বাজতেই থাকে। এবং তার জেরেও অসুবিধা কিছু কম হয়নি। স্থানীয় তৃণমূল নেতা মাধব নন্দী বলেন, ‘‘এই সময়টা এড়াতে পারলে ভাল হতো। কিন্তু তিন মাস আগে থেকেই দিনটি ঠিক হয়ে আছে বলে বদলাতে পারা গেল না।’’ তিনি আরও জানান, ব্লাডব্যাঙ্ক থেকেও জানিয়েছিল, এই দিনটিই ফাঁকা আছে, তাই ক্যাম্প করতেই হল। চোঙা লাগানো আছে বটে। তবে, বাজানো হয়নি। মাধববাবুর দাবি, তাঁদের পুরো অনুষ্ঠানটিই ঘেরা জায়গায় হয়েছে। এলাকাবাসী অবশ্য খুবই ক্ষুব্ধ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন