প্রতীকী ছবি।
মেট্রো থেকে বেরিয়ে ট্যাক্সি ধরতে এত দিন হিমশিম অবস্থা হত যাত্রীদের। এ বার এই সমস্যা থেকে নিষ্কৃতি পেতে চলেছেন যাত্রীরা।
টিকিট বিক্রি ছাড়াও আয় বাড়াতে মেট্রো বিভিন্ন পদক্ষেপ করার কথা ভাবছে। তারই একটি, মেট্রো স্টেশন থেকে সরাসরি নির্দিষ্ট গন্তব্যে যেতে ক্যাব বুক। এর সূচনা হল মঙ্গলবার, পার্ক স্ট্রিট স্টেশনে। কিয়স্কের উদ্বোধন করেন পার্ক স্ট্রিটের স্টেশন ম্যানেজার অরূপরতন ভট্টাচার্য।
মেট্রোকর্তারা জানান, এই মুহূর্তে ছ’টি স্টেশন এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, রবীন্দ্র সদন, রবীন্দ্র সরোবর, কালীঘাট ও মহানায়ক উত্তমকুমার থেকে মিলবে এই পরিষেবা। অন্য স্টেশনগুলিতে ধীরে ধীরে চালু হবে। ওই ছ’টি স্টেশনের টিকিট কাউন্টারের কাছে একটি করে কিয়স্ক হয়েছে। সেখান থেকেই বুক করা যাবে ক্যাব। মেট্রো চলাচলের সময়ে প্ল্যাটফর্মে ওই পরিষেবা মিলবে।
মেট্রো সূত্রের খবর, যাত্রীদের এই পরিষেবা দিতে প্রথমে শহরের একটি অ্যাপ-ক্যাব সংস্থা এগিয়ে আসে। মেট্রো কতৃর্পক্ষ অনুমতি দেন। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘এই পরিষেবা দেওয়ার উদ্দেশ্য যাত্রীদের আরও ভাল পরিষেবা দেওয়া ও মেট্রোর ভাড়া-বহির্ভূত আয় বাড়ানো।’’
ওই বেসরকারি ক্যাব সংস্থার কর্তারা জানান, যাঁদের মোবাইলে ওই অ্যাপ রয়েছে তাঁরা তো এমনিই বুক করতে পারবেন। আর যাঁদের অ্যাপটি নেই, তাঁরা কিয়স্ক থেকেই ক্যাব বুক করতে পারবেন।