বাইকের ধাক্কায় মৃত্যু, অবরোধ

এই ঘটনার পরে ক্ষিপ্ত বাসিন্দারা রাস্তা অবরোধ শুরু করেন। তাঁদের অভিযোগ, গাড়ির বেলাগাম গতি গত ছ’মাসে বেশ কয়েকটি প্রাণ কেড়েছে। রাস্তায় গার্ডরেল দিলেও পুলিশ ফের তা সরিয়ে নেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৯ ০০:২০
Share:

আলম মণ্ডল

মোটরবাইকের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়েছিলেন আলম মণ্ডল (৫৯)। বাইক কিন্তু থামেনি। সন্ধ্যায় বাজারে ভিড় দেখে চালক আরও জোরে হাঁকিয়ে দেন বাইক। আলমের গায়ের চাদর তখন বাইকের চাকায় জড়িয়ে। ওই অবস্থায় বেশ খানিকটা তাঁকে টেনে নিয়ে যায় মোটরবাইকটি। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় আলমকে। বুধবার ঘটনাটি ঘটেছে দেগঙ্গার গোদারমোড় এলাকায়। বাইকচালককে ধরা যায়নি।

Advertisement

এই ঘটনার পরে ক্ষিপ্ত বাসিন্দারা রাস্তা অবরোধ শুরু করেন। তাঁদের অভিযোগ, গাড়ির বেলাগাম গতি গত ছ’মাসে বেশ কয়েকটি প্রাণ কেড়েছে। রাস্তায় গার্ডরেল দিলেও পুলিশ ফের তা সরিয়ে নেয়। দীর্ঘ ক্ষণ অবরোধ চলার পরে পুলিশ যান নিয়ন্ত্রণের আশ্বাস দিলে অবরোধ ওঠে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলম দেগঙ্গার ইয়াচপুরের বাসিন্দা। রোজই বাড়ির কাছের গোদারমোড়ের বাজারে আসতেন তিনি। এ দিনও এসেছিলেন কিছু কেনাকাটা সারতে। সন্ধ্যা ৭টা নাগাদ রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন। সেই সময়ে ওই মোটরবাইকটি দ্রুত গতিতে এসে তাঁকে ধাক্কা মারে। গায়ের চাদর বাইকের চাকায় আটকে গিয়ে বাড়ে বিপদ। পুলিশ জানায়, বাইকচালকের খোঁজ চলছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন