Kolkata Old Man Death

বাইপাসের ধারে অভিজাত আবাসনের চারতলা থেকে মরণঝাঁপ বৃদ্ধের! আক্রান্ত ছিলেন ক্যানসারে

বৃদ্ধ ক্যানসারে আক্রান্ত ছিলেন। গত দু’মাস ধরে মুম্বইয়ে তাঁর চিকিৎসা চলছিল। সম্প্রতি কলকাতায় ফিরেছিলেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৫ ১১:২৬
Share:

বাইপাসের ধারের অভিজাত আবাসনে আত্মঘাতী বৃদ্ধ। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

কলকাতার বাইপাসের ধারের একটি অভিজাত আবাসনে বৃদ্ধের মৃত্যু। চার তলা থেকে তিনি ঝাঁপ দিয়েছেন বলে অভিযোগ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে। ওই বৃদ্ধ ক্যানসারে আক্রান্ত ছিলেন। গত দু’মাস ধরে মুম্বইয়ে তাঁর চিকিৎসা চলছিল। সম্প্রতি কলকাতায় ফিরেছিলেন। তাঁর মৃত্যু নিয়ে পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মানসিক অবসাদে বৃদ্ধ আত্মঘাতী হয়েছেন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বাইপাসের ধারে সিলভার স্প্রিং আবাসনের বাসিন্দা ছিলেন রাজেন্দ্র কুমার সিঙ্ঘল (৭৫)। লিভারে ক্যানসারের পাশাপাশি তাঁর প্যানক্রিয়াটাইটিস ছিল। চিকিৎসার প্রয়োজনে গত দু’মাস মুম্বইয়ে ছিলেন বৃদ্ধ। ১ অগস্ট কলকাতায় ফিরেছিলেন।

রবিবার রাত ১১টা ১৫ মিনিট নাগাদ প্রগতি ময়দান থানায় ফোন যায়। বৃদ্ধের আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। বৃদ্ধের পরনে ছিল সাদা টি-শার্ট এবং বারমুডা। পুলিশ গিয়ে দেখে, রক্তে ভাসছে আবাসন চত্বর। বৃদ্ধকে উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

বাইপাসের ধারের আবাসনে স্ত্রী, কন্যা এবং নাতির সঙ্গে থাকতেন বৃদ্ধ। রাতে আচমকা উপর থেকে ভারী কিছু পড়ার শব্দ পান বৃদ্ধের নাতি। তিনি ছুটে যান এবং দেখেন, ঘরের কাচের জানলা খোলা। দাদুকে ঘরে দেখতে পাননি তিনি। পরে আবাসনের নীচে বৃদ্ধকে পড়ে থাকতে দেখা যায়। এখনও পর্যন্ত এই ঘটনার নেপথ্যে কোনও ষড়যন্ত্রের খোঁজ পায়নি পুলিশ। তবে তদন্ত চলছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে বৃদ্ধের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement