সংস্থার মালপত্র চুরি, ধৃত এক

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আমিনুদ্দিন শেখ। সে ময়দান এলাকায় বিদ্যাসাগর সেতুর র‌্যাম্পের নীচে ফুটপাতে থাকে। বছর আঠেরোর ওই যুবককে বুধবার ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হলে বিচারক ১৩ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৯ ০২:২০
Share:

প্রতীকী ছবি।

তাঁদের সদর দফতর লাগোয়া ফাউন্টেন গার্ডেন এবং তার সংলগ্ন অঞ্চল থেকে নিয়মিত মালপত্র চুরি যাচ্ছে বলে মৌখিক ভাবে পুলিশকে জানিয়েছিলেন হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (এইচআরবিসি) কর্তৃপক্ষ। সেই অভিযোগ পেয়ে এইচআরবিসি ভবন লাগোয়া এলাকায় রাতের টহল বাড়িয়েছিল পুলিশ। মঙ্গলবার রাতে সংস্থার জিনিসপত্র চুরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে হেস্টিংস থানা।

Advertisement

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আমিনুদ্দিন শেখ। সে ময়দান এলাকায় বিদ্যাসাগর সেতুর র‌্যাম্পের নীচে ফুটপাতে থাকে। বছর আঠেরোর ওই যুবককে বুধবার ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হলে বিচারক ১৩ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রের খবর, সোমবার রাতে মুন্সি প্রেমচাঁদ রোডে এইচআরবিসি-র সামনে ফাউন্টেন গার্ডেনের কাছে কয়েক জন যুবককে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় হেস্টিংস থানার টহলরত কর্মীদের। তাদের ধাওয়া করে রেসকোর্সের আস্তাবলের কাছে পুলিশ যেতেই ওই যুবকেরা বিদ্যাসাগর সেতুর এ জে সি বসু রোডের দিকে পালিয়ে যায়।

Advertisement

এইচআরবিসি-র সহকারী ইঞ্জিনিয়ার এস কে বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার লিখিত অভিযোগে জানিয়েছিলেন, সংস্থার ৮৫ হাজার টাকার জিনিস চুরি হয়ে গিয়েছে। সেই জিনিসের মধ্যে রয়েছে ফাউন্টেন নজ্‌ল, ফোম পাইপ, লোহার শিকল, ঝালাই করা পাইপ, রঙিন আলো ইত্যাদি। এর পরেই ওই দিন তল্লাশি চালিয়ে রাতে আমিনুদ্দিনকে তার ঝুপড়ির ঘর থেকে ধরে পুলিশ। ধৃতের থেকে চুরির মালপত্র উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি। আমিনুদ্দিনের সঙ্গীদের খোঁজ চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন