Furnace

ধাপায় বন্ধ একটি চুল্লি, সমস্যা সৎকারে

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ জুলাই ২০২০ ০৩:৪২
Share:

প্রতীকী ছবি।

করোনায় মৃতদের ধাপায় দাহ করার দু’টি চুল্লির মধ্যে একটি রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকায় সমস্যা তৈরি হয়েছে। কলকাতা পুর কর্তৃপক্ষ জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে ওই চুল্লি ফের চালু হবে।

Advertisement

এ দিকে একটি চুল্লি চালু থাকায় সেটির উপরে বেশি চাপ পড়ছে। পুরসভার এক স্বাস্থ্য আধিকারিক জানান, সমস্যা এড়াতে কোথাও করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুর খবর পুরসভার পৌঁছলে তাঁরা মৃতদেহ নিয়ে আসার নির্দিষ্ট সময় জানিয়ে দিচ্ছেন। সেই মতোই ধাপায় দেহ এনে সৎকার করা হচ্ছে।

কলকাতা পুরসভার স্বাস্থ্য দফতর দাহ করার বিষয়টি দেখাশোনা করলেও চুল্লির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে বৈদ্যুতিক এবং আলো দফতর। ওই দফতরের কর্তারা জানিয়েছেন, নিয়ম অনুযায়ী প্রতিটি চুল্লি ১৫ দিন অন্তর রক্ষণাবেক্ষণ করার কথা। কিন্তু গত মে মাসের শেষ সপ্তাহ থেকে সেই কাজ হয়নি। ফলে, যে কোনও সময়ে চুল্লি দু’টি খারাপ হয়ে যেতে পারে। প্রথম চুল্লির কাজ শেষ করে সেটি ফের চালু করার পরে দ্বিতীয় চুল্লিটির রক্ষণাবেক্ষণ হবে। যদিও তার নির্দিষ্ট সময় এখনও নির্ধারণ করা হয়নি।

Advertisement

আমপানের পরে হঠাৎ করে বিদ্যুৎ বিপর্যয় হওয়ার ফলে ধাপার দু’টি চুল্লিই খারাপ হয়ে গিয়েছিল। দাহকাজ থমকে যাওয়ায় সমস্যা তৈরি হয়েছিল। তার পরেই পুরসভা ধাপায় দু’টি নতুন চুল্লি তৈরির সিদ্ধান্ত নিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন