Kidnap

শিশুকন্যাকে অপহরণ, ধৃত যুবক

পুলিশ জানায়, এ দিন সকালে এক ব্যক্তি পুলিশকে জানান, তিনি পেশায় শ্রমিক। বছর দেড়েকের মেয়েকে পাশে বসিয়ে সেক্টর ফাইভ মেট্রো স্টেশনের কাছে কাজ করছিলেন। সওয়া ১০টা নাগাদ তিনি খেয়াল করেন, মেয়ে নেই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ০৯:৪৫
Share:

বৈরাগী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। —প্রতীকী চিত্র।

কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার করা হল অপহৃত এক শিশুকন্যাকে। শনিবার, বিধাননগরের ঘটনা। এই ঘটনায় প্রবীর বৈরাগী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, এ দিন সকালে এক ব্যক্তি পুলিশকে জানান, তিনি পেশায় শ্রমিক। বছর দেড়েকের মেয়েকে পাশে বসিয়ে সেক্টর ফাইভ মেট্রো স্টেশনের কাছে কাজ করছিলেন। সওয়া ১০টা নাগাদ তিনি খেয়াল করেন, মেয়ে নেই। আশপাশে খুঁজেও তাকে না পেয়ে ওই শ্রমিক পুলিশের দ্বারস্থ হন।

বিধাননগর পূর্ব থানা ও ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ তল্লাশি শুরু করে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক যুবক মেয়েটিকে নিয়ে চলে যাচ্ছে। ফুটেজ থেকে তার গতিবিধি দেখে সুকান্তনগর এলাকায় ওই যুবকের বাড়িতে তল্লাশি চালালে খোঁজ মেলে মেয়েটির। যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দাবি করে, মেয়েটির পরিবারকে সে চেনে। কিন্তু কেন সে কাউকে না জানিয়ে মেয়েটিকে তার বাড়িতে নিয়ে এসেছিল, তার সদুত্তর মেলেনি। এর পরেই তাকে গ্রেফতার করে পুলিশ।

শিশুটিকে আপাতত হোমে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে। ধৃতের বিরুদ্ধে অপহরণ-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন