Coronavirus

দোকানির করোনা, বন্ধ হল নিউ মার্কেটের একাংশ

কলকাতা পুরসভা থেকে শুধুমাত্র নির্দিষ্ট পুরনো ই-এন ব্লক বন্ধ করে দেওয়া ছাড়াও, পুরসভা বাজারের ওই অঞ্চল এবং দোকানও জীবাণুমুক্ত করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ জুন ২০২০ ০৩:৪৭
Share:

আতঙ্ক: বন্ধ ইএন ব্লকের দোকান। বৃহস্পতিবার। ছবি: সুমন বল্লভ

নিউ মার্কেটে পনিরের বাজারে এক দোকানি করোনায় আক্রান্ত হওয়ার পরেই বৃহস্পতিবার ওই অঞ্চল বন্ধ করে দিল পুরসভা। ওই দোকানের পাশাপাশি আরও কয়েকটি দোকানও বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনায় নিউ মার্কেট চত্বরে আতঙ্ক ছড়িয়েছে।

Advertisement

কলকাতা পুরসভা থেকে শুধুমাত্র নির্দিষ্ট পুরনো ই-এন ব্লক বন্ধ করে দেওয়া ছাড়াও, পুরসভা বাজারের ওই অঞ্চল এবং দোকানও জীবাণুমুক্ত করে। পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য তথা বাজার দফতরের প্রাক্তন মেয়র পারিষদ আমিরুদ্দিন ববি বলেন, ‘‘পুরসভার বাজার এলাকায় কোথাও করোনা ধরা পড়লে স্বাস্থ্য দফতরের নিয়মানুযায়ী সেই দোকান ‘সিল’ করতে হবে। এ ছাড়া ওই অঞ্চলও ভাল করে জীবাণুমুক্ত করতে হবে। সেই নিয়ম মেনেই এখানে কাজ করা হয়েছে।’’

তিনি জানান, জীবাণুনাশ করতে হলে দোকান ছাড়াও ওই অঞ্চল এক দিন বন্ধ রাখতে হয়। সেই কারণেই বৃহস্পতিবার বাজারের ওই অঞ্চলটুকু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নিউ মার্কেটের একাংশের ব্যবসায়ীরাও পুরসভাকে সাহায্য করেছেন বলে জানান ববি।

Advertisement

এ দিন পুরসভার বাজার দফতরে খবর আসে কলেজ স্ট্রিটের ‘বর্ণপরিচয়’ এবং কাঁকুড়গাছির ভিআইপি মার্কেটে দু’জন সংক্রমিত হয়েছেন। পুরসভা বর্ণপরিচয়ে খোঁজ নিয়ে জানতে পারে মাস দুয়েক আগে এক দোকানি আক্রান্ত হয়েছিলেন। এখন তিনি সুস্থ। ভিআইপি বাজারে গিয়ে পুরকর্মীরা জানতে পারেন, এক দোকানির আত্মীয়ের করোনা হয়েছিল। কিন্তু তিনি ওই দোকানির সঙ্গে থাকেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন