সাগর দত্ত হাসপাতাল

কর্মবিরতির জেরে ভোগান্তি

হাসপাতালের অব্যবস্থার বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ ও কর্মবিরতি। তার খেসারত দিলেন কয়েক হাজার রোগী ও তাঁদের আত্মীয়। সকাল থেকে হাসপাতালে হত্যে দিয়ে পড়ে থেকে দিনের শেষে চিকিৎসা না পেয়েই ফিরতে হল তাঁদের। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৬ ০১:০৭
Share:

হাসপাতালের অব্যবস্থার বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ ও কর্মবিরতি। তার খেসারত দিলেন কয়েক হাজার রোগী ও তাঁদের আত্মীয়। সকাল থেকে হাসপাতালে হত্যে দিয়ে পড়ে থেকে দিনের শেষে চিকিৎসা না পেয়েই ফিরতে হল তাঁদের। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে।

Advertisement

হাসপাতাল সূত্রে খবর, মূলত মেডিসিন এবং পেডিয়াট্রিক বিভাগের জুনিয়র ডাক্তাররা এ দিন কর্মবিরতিতে সামিল হন। তাঁদের অভিযোগ, অধিকাংশ সময়ে বিশেষত দুপুরের পর থেকে কার্যত কোনও সিনিয়র ডাক্তারকেই পাওয়া যায় না। আরএমও থাকেন না কোনও বিভাগে। ফলে বিপুল পরিমাণ রোগীর চাপ এসে পড়ে জুনিয়র ডাক্তারদের উপরেই।

জুনিয়র ডাক্তারদের আরও অভিযোগ, বিকেলের পরে কোনও রোগীর মৃত্যু হলে সামান্য ডেথ সার্টিফিকেটে সই করারও কেউ থাকেন না। তা নিয়ে প্রায়ই রোগীর পরিজনেদের সঙ্গে গোলমাল বাধে তাঁদের। বিষয়টি একাধিক বার মেডিক্যাল সুপার, অধ্যক্ষ-সহ কর্তাদের জানিয়েও কোনও লাভ হয়নি। বিক্ষোভকারী চিকিৎসকেরা এর পরে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গেও দেখা করতে যান। সাগর দত্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ শৈবাল মুখোপাধ্যায় বলেন, ‘‘ঘটনাটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তাঁরা যেমন নির্দেশ দেবেন, সেই মতো ব্যবস্থা নেওয়া হবে। তবে আমরা পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করেছি।’’

Advertisement

ওই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির ভাইস-চেয়ারম্যান তথা ব্যারাকপুরের মহকুমাশাসক পীযূষ গোস্বামী বলেন, ‘‘রোগীরা পরিষেবা না পেলে কোনও ভাবেই মেনে নেওয়া হবে না। চিকিৎসকদের আগে রোগীদের কথা ভাবতে হবে। সাগর দত্ত হাসপাতালের সমস্যা খতিয়ে দেখা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন