বন্ধ হয়ে গেল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, বিজ্ঞপ্তি কেন্দ্রের, সরব বিরোধীরা

প্রায় দু’বছর ধরে চলা এই প্রকল্পকে আর দীর্ঘায়িত করতে চায় না কেন্দ্রীয় সরকার। সম্প্রতি মোদী মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার বদলে অন্য সুবিধা নিয়ে আসা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ ২১:০৩
Share:

করোনা আবহে শুরু হওয়া এই প্রকল্প দীর্ঘায়িত করার কারণ দেখছে না কেন্দ্র। যদিও তার বিরোধিতা করছেন অনেকে। —ফাইল চিত্র।

বন্ধ হল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (পিএমজেকেএওয়াই)। দেশের ৮০ কোটি মানুষ আর প্রতি মাসে বিনামূল্যে ৫ কিলোগ্রাম গম পাবেন না। প্রায় দু’ বছর ধরে চলা এই প্রকল্পকে আর দীর্ঘায়িত করতে চায় না কেন্দ্রীয় সরকার। সম্প্রতি মোদী মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে গরিব মানুষদের জন্য জাতীয় খাদ্য নিরাপত্তা আইন মেনে বিনামূল্যে রেশন যেমন দেওয়া হত, সেটা চলবে বলে জানিয়েছে কেন্দ্র।

Advertisement

এই সংক্রান্ত বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল বলেন, ‘‘আমরা সবাই জানি, কেন্দ্রীয় সরকার জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে প্রতি কেজি চাল দেয় ৩ টাকায়। ১ কেজি গম পাওয়া যায় ২ টাকায়। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। এ বার থেকে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে দরিদ্ররা চাল এবং গম বিনামূল্যে পাবেন। ৮১.৩৫ কোটি মানুষ এই সুবিধা পাবেন। আর যাঁরা অন্নদাতা যোজনার অধীনে ৩৫ কেজি (২১ কেজি চাল এবং ১৪ কেজি গম) পেতেন, তাঁরা এটা বিনামূল্যেই পাবেন। বাকিরা বিনামূল্যে ৫ কেজি করে শস্য পাবেন। খাদ্য নিরাপত্তার জন্য কেন্দ্র এখন প্রায় ২ লক্ষ কোটি টাকার বোঝা বহন করবে।’’ তাই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা এ বার থেকে বন্ধ হয়ে যাচ্ছে।

উল্লেখ্য, করোনা আবহে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা ছিল ‘আত্মনির্ভর ভারত’ -এর অন্তর্গত একটি প্রকল্প যা অভিবাসী এবং দরিদ্রদের জন্য বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করত। দেশের দারিদ্রসীমার নিচে বসবাসকারীদের মানুষের মধ্যে জনপ্রিয় এই প্রকল্প শুরু হয় ২০২০ সালে।

Advertisement

এ নিয়ে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইজ এবং রেশন ডিলারস্ ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, ‘‘করোনা আবহে গত আড়াই বছর যাবত কেন্দ্রীয় সরকার যে সুবিধা দিত, তা বন্ধ করে দিয়ে দেশের ৮০ কোটি মানুষকে নতুন বছরের উপহার দিল মোদী সরকার।’’ তাঁর সংযোজন, ২ লক্ষ কোটি টাকার ভর্তুকি দেওয়ার কথা কেন্দ্রীয় মন্ত্রী গয়াল ঘোষণা করলেও আদতে ১ লক্ষ ৭০ কোটি টাকা বাঁচিয়ে নিয়েছেন এই বিনামূল্যে প্রকল্প বন্ধ করে দিয়ে। তাই আমদের দাবি, বিনামূল্যে যে রেশন প্রকল্প চলছে তা চলুক। পাশাপাশি করোনা আবহে শুরু হওয়া প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পও চলতে থাকুক। কারণ, করোনা এখনও শেষ হয়নি। নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন অনেকে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন