স্কুলবাসে হামলা নিয়ে অভিযোগ মানল পুলিশ

বুধবার সকালে গঙ্গানগর বি টি কলেজের কাছে রাজারহাট কালিকাপুরের একটি স্কুলের বাসে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে বন্‌ধ সমর্থকদের বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮ ০০:১৬
Share:

নিজস্ব চিত্র

ঘটনার এক দিন পরে স্কুলবাস ভাঙচুর নিয়ে বেসরকারি স্কুল কর্তৃপক্ষের অভিযোগকেই মান্যতা দিল বিধাননগর কমিশনারেট। এর প্রেক্ষিতে পাঁচ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম কৃষ্ণ সর্দার, শ্যামবাবু রায়, সঞ্জয় গোলদার, গোপাল মাহাতো এবং রানা সাহা।

Advertisement

বুধবার সকালে গঙ্গানগর বি টি কলেজের কাছে রাজারহাট কালিকাপুরের একটি স্কুলের বাসে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে বন্‌ধ সমর্থকদের বিরুদ্ধে। ওই স্কুলের অধ্যক্ষা ইন্দ্রাণী সান্যাল অভিযোগ করেন, সকাল ৭টা ১০ মিনিট নাগাদ শিক্ষক এবং পড়ুয়ারা যখন স্কুলে আসছিলেন তখন গঙ্গানগরের কাছে কিছু বন্‌ধ সমর্থক বাঁশ হাতে পথ আটকান। এর পরে বাঁশ দিয়ে স্কুলবাসের গায়ে আঘাত করতে থাকেন তাঁরা। বাসের উইন্ডস্ক্রিনের কাচ ভেঙে যায়। বন্‌ধের দিন কেন স্কুল খোলা রাখা হয়েছে, সেই প্রশ্ন তুলে বাসে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল বলে এয়ারপোর্ট থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানিয়েছেন অধ্যক্ষা। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তার আশ্বাসের পরেও এত বড় ঘটনা কী ভাবে ঘটল, তা নিয়ে প্রশ্ন ওঠে।

এই পরিস্থিতিতে বিধাননগর কমিশনারেটের এক কর্তা জানিয়েছিলেন, সিসি ক্যামেরায় ভাঙচুরের কোনও ছবি পাওয়া যায়নি, স্কুলবাসের চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগপত্রে অধ্যক্ষার বয়ান প্রসঙ্গে ওই কর্তা জানিয়েছিলেন, তদন্ত চলছে। বৃহস্পতিবার অবশ্য অধ্যক্ষার বয়ানের সুরেই পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ গঙ্গানগরের কাছে এক দল বিজেপি সমর্থক স্কুলবাসের উপরে হামলা চালায়। যার জেরে বাসের সামনের কাচ ভেঙে যায়। বাস জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement