forgery

পানশালার লাইসেন্স দেওয়ার নামে সাড়ে এগারো লাখের প্রতারণা! ধৃত কলকাতা পুলিশের কনস্টেবল

অমৃতার অভিযোগ, তাঁর বৃদ্ধ বাবাকে তিনটি পানশালার লাইসেন্স দেওয়ার নামে কিছু ভুয়ো কাগজপত্র দেখিয়েছেন বছর পঁয়তাল্লিশের পল্লব।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ মে ২০২৩ ২২:১০
Share:

কনস্টেবল পল্লব সরকারের বিরুদ্ধে নিউ টাউন থানায় অভিযোগ দায়ের করেছেন অমৃতা। ছবি: প্রতীকী

পানশালার লাইসেন্স দেওয়ার নাম করে সাড়ে এগারো লক্ষ টাকার প্রতারণা! এই অভিযোগে গ্রেফতার করা হল কলকাতা পুলিশের এক কনস্টেবলকে। অভিযুক্তকে বৃহস্পতিবার বারাসত জেলা আদালতে হাজির করানো হয়েছিল। তাঁকে ৬ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছেন বিচারক।

Advertisement

অভিযোগকারীর নাম অমৃতা গঙ্গোপাধ্যায়। তিনি নিউটাউনের রাজারহাটের বাসিন্দা। কনস্টেবল পল্লব সরকারের বিরুদ্ধে নিউ টাউন থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। অমৃতার অভিযোগ, তাঁর বৃদ্ধ বাবাকে তিনটি পানশালার লাইসেন্স দেওয়ার নামে কিছু ভুয়ো কাগজপত্র দেখিয়েছেন বছর পঁয়তাল্লিশের পল্লব। বদলে ১১ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।

অমৃতার অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। গল্ফ গ্রিন থানার পুলিশের সহায়তায় পল্লবকে গ্রেফতার করে নিউটাউন থানা। পল্লব বাঙুর হাসপাতালে কর্তব্যরত ছিলেন। তাঁর বাড়িতে তল্লাশিও চালানো হয়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন