ইমেল পেয়ে যুবককে বাঁচাল পুলিশ

পুলিশ সূত্রের খবর, সোমবার রাতেৈ আমেরিকার বাসিন্দা ডেন পেলি নামে এক ব্যক্তি কলকাতা পুলিশকে ইমেলে জানান, বাইপাসের পূর্ব পঞ্চান্নগ্রামের বাসিন্দা তাঁর এক বন্ধু ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ ০৩:৪১
Share:

প্রতীকী ছবি।

আমেরিকা থেকে ইমেল পেয়ে তিলজলার বাসিন্দা এক যুবককে বাঁচাল পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রের খবর, সোমবার রাতেৈ আমেরিকার বাসিন্দা ডেন পেলি নামে এক ব্যক্তি কলকাতা পুলিশকে ইমেলে জানান, বাইপাসের পূর্ব পঞ্চান্নগ্রামের বাসিন্দা তাঁর এক বন্ধু ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করছেন। লালবাজার জানিয়েছে, আমেরিকা থেকে পাঠানো ইমেলে কলকাতার যুবকের মোবাইল নম্বর থাকায় পুলিশের তরফে তাঁকে ফোন করে বোঝানোর চেষ্টা করা হয়। লালবাজারের সাইবার থানার তরফে তৎক্ষণাৎ ওই এলাকার নিকটবর্তী আনন্দপুর থানাকে জানানো হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে। তাঁর থেকে বেশ কিছু ট্যাবলেটও মিলেছে। কিন্তু ওই জায়গাটি তিলজলা থানার আওতাভুক্ত। তাই কিছু ক্ষণের মধ্যেই সেখান থেকেও পুলিশ ওই বাড়িতে আসে। ওই যুবক চিকিৎসাধীন বলে পুলিশ জানিয়েছে।

মাস কয়েক আগে একই কায়দায় ফেসবুক থেকে বার্তা পেয়ে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থেকে এক তরুণীকে বাঁচায় পুলিশ। সে বার এক তরুণী ফেসবুকে জানান, তিনি আত্মহত্যার চেষ্টা করছেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন