শনিবার থেকেই চালু কন্ট্রোল রুম

পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র জানিয়েছেন, ওই নম্বরে ফোন করে অভিযোগ জানানোর পাশাপাশি নাগরিকেরা গুগল প্লে স্টোর থেকে ‘ওয়েস্ট বেঙ্গল পরিবেশ অ্যাপ’ নামে একটি অ্যাপ ডাউনলোড করে সেখানেও অভিযোগ জানাতে পারেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৯ ০১:২০
Share:

প্রতীকী ছবি।

শব্দবাজি সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কন্ট্রোল রুম আগামী কাল, শনিবার থেকেই চালু হয়ে যাচ্ছে। শনিবার বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত পর্ষদের কন্ট্রোল রুমে ফোন করে অভিযোগ জানানো যাবে। রবিবার কালীপুজোর দিন ও সোমবার দীপাবলির দিন ওই কন্ট্রোল রুম মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে। কলকাতায় কন্ট্রোল রুমের নম্বর হল (০৩৩) ২৩৩৫-৮২১২, (০৩৩) ২৩৩৫-৩৯১৩। আরও একটি টোল ফ্রি নম্বর হল ১৮০০-৩৪৫-৩৩৯০। পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র জানিয়েছেন, ওই নম্বরে ফোন করে অভিযোগ জানানোর পাশাপাশি নাগরিকেরা গুগল প্লে স্টোর থেকে ‘ওয়েস্ট বেঙ্গল পরিবেশ অ্যাপ’ নামে একটি অ্যাপ ডাউনলোড করে সেখানেও অভিযোগ জানাতে পারেন। শনিবার সন্ধ্যা ৬টা থেকেই পরিবেশকর্মীদের সংগঠন ‘সবুজ মঞ্চ’-র কন্ট্রোল রুমও চালু হয়ে যাচ্ছে। সেখানেও নাগরিকেরা নিজেদের অভিযোগ জানাতে পারেন। ‘সবুজ মঞ্চ’-র কন্ট্রোল রুমের নম্বর হল কলকাতায় ৯৮৩১৩১৮২৬৫ এবং ৯৪৩২২০৯৭৭০। হাওড়া শহরের জন্য এই নম্বর ৮৪২০৪৯৪৯৮০ এবং হাওড়া জেলার ৯০৬৪৫৭০৯৮৫। এ ছাড়াও সংগঠনের পক্ষে হুগলি, নদিয়া, দক্ষিণ দিনাজপুর ও কাঁথিতেও কন্ট্রোল রুম খোলা হচ্ছে। সংগঠনের সম্পাদক নব দত্ত জানিয়েছেন, যে কেউ ওই নম্বরগুলিতে ফোন করে শব্দবাজির বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন। তাঁদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। এ ছাড়া ১০০ নম্বরে ডায়াল করে কেউ পুলিশেও অভিযোগ জানাতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন