ব্যস্ত সময়ে চাঙড় ভেঙে জখম যাত্রী

সকালের ব্যস্ত সময়। বালি স্টেশনের আন্ডারপাসে তখন যাত্রীদের ভিড় যথেষ্ট। আচমকাই প্ল্যাটফর্মের গার্ডওয়াল থেকে ভেঙে পড়ল কংক্রিটের চাঙড়। শুক্রবার সকালে এই ঘটনাটি ঘটেছে পূর্ব রেলের বালি স্টেশনের কর্ড শাখার আন্ডারপাসে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৭ ০১:১৭
Share:

বিপদস্থল: এখানেই ঘটে দুর্ঘটনা। নিজস্ব চিত্র

সকালের ব্যস্ত সময়। বালি স্টেশনের আন্ডারপাসে তখন যাত্রীদের ভিড় যথেষ্ট। আচমকাই প্ল্যাটফর্মের গার্ডওয়াল থেকে ভেঙে পড়ল কংক্রিটের চাঙড়। শুক্রবার সকালে এই ঘটনাটি ঘটেছে পূর্ব রেলের বালি স্টেশনের কর্ড শাখার আন্ডারপাসে।

Advertisement

এ দিনের এই ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েক জন যাত্রী। আহতদের মধ্যে এক জন যাত্রী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রের জানা গিয়েছে, রোজকার মতো এ দিনও বালি স্টেশনে ট্রেন থেকে নেমে অসংখ্য যাত্রী বালি হল্টের দিকে যাচ্ছিলেন ওই আন্ডারপাস দিয়ে। ঘড়িতে তখন সকাল ৯টা। কর্ড শাখায় একটি দূরপাল্লার ট্রেন সবে স্টেশন ছেড়েছে সেই সময়ে। হঠাৎই চার নম্বর প্ল্যাটফর্মের উপরে গার্ডওয়ালের সিমেন্টের চাঙড় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আন্ডারপাস দিয়ে যাতায়াত করা যাত্রীদের উপরে। আতঙ্কে চিৎকার শুরু করে দেন সেখানে উপস্থিত যাত্রীরা। শুরু হয়ে যায় ছোটাছুটি।

Advertisement

এ দিনের ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী শুভাশিস সরখেল বলেন, ‘‘চিৎকার শুনে বাইরে গিয়ে দেখি, বড় বড় চাঙড় খসে পড়ে আছে। কয়েক জন যাত্রী রক্তাক্ত অবস্থায় বসে রয়েছেন সেখানেই। স্থানীয়েরাই আহত যাত্রীদের উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানেই জখম অবস্থায় ভর্তি আছেন উল্টোডাঙার বাসিন্দা সুরজ রাও। তাঁর মাথায় আঘাত লেগেছে।’’

স্থানীয় বাসিন্দা তথা দুর্গাপুর এক নম্বর পঞ্চায়েতের সদস্য তপন দাস এ দিন বলেন, ‘‘দীর্ঘ দিন ধরে এই আন্ডারপাসটি ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। বারবার জানিয়েও কোনও কাজ হয়নি।’’

স্থানীয় সূত্রে খবর, এই আন্ডারপাসটি বালি স্টেশন থেকে বালি হল্টের দিকে যাতায়াতের একমাত্র রাস্তা। পূর্ব রেলের এক কর্তা এ দিন বলেন, ‘‘ওই আন্ডারপাস মেরামতির কাজ করা হচ্ছে। এর পাশাপাশি, অন্যান্য ভাঙা অংশও সারানো হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement