হিন্দু হস্টেল নিয়ে বিক্ষোভ

শুক্রবার প্রেসিডেন্সির নতুন গড়ে ওঠা সংগ্রহশালার উদ্বোধন করতে আসছেন আচার্য তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। তাঁর আসার মধ্যেও আন্দোলন চলবে বলে জানিয়েছেন অরিন্দম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৮ ০১:৩২
Share:

ফাইল চিত্র।

হিন্দু হস্টেল খোলার দাবিতে আবার উত্তপ্ত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার ওই দাবিতে বিক্ষোভ দেখায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ।

Advertisement

এ দিন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক অরিন্দম দোলই জানান, হিন্দু হস্টেল কবে আবার চালু হবে, তাঁরা তা জানতে চেয়েছিলেন। কিন্তু রেজিস্ট্রারের পক্ষ থেকে নির্দিষ্ট কোনও সময়ের কথা বলা হয়নি। অরিন্দমের দাবি, নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই ওই হস্টেল খুলে দেওয়া হবে, এই মর্মে প্রতিশ্রুতি চান তাঁরা। না হলে আন্দোলন চলবে। প্রসঙ্গত, আজ, শুক্রবার প্রেসিডেন্সির নতুন গড়ে ওঠা সংগ্রহশালার উদ্বোধন করতে আসছেন আচার্য তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। তাঁর আসার মধ্যেও আন্দোলন চলবে বলে জানিয়েছেন অরিন্দম।

গত সপ্তাহে একই দাবিতে প্রেসিডেন্সিতে অবস্থান-বিক্ষোভ করেছিল এসএফআই। সেই সময়ে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, হস্টেল দ্রুত খোলার সব রকম চেষ্টা চালাচ্ছেন তাঁরা। আগামী শিক্ষাবর্ষে যাঁদের হস্টেল প্রয়োজন হবে, তাঁরা ডিন অব স্টুডেন্টস-কে জানালে প্রয়োজন বুঝে ব্যবস্থা করা হবে।

Advertisement

১৩২ বছরের পুরনো ওই হস্টেলের সংস্কারের কাজ চলছে। সেই কাজের দায়িত্বপ্রাপ্ত হেরিটেজ স্থপতি পার্থরঞ্জন দাস এর আগে জানিয়েছিলেন, ইঁদুরের আক্রমণে হস্টেলের মেঝে ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত। সেই মেঝে সারাতেই ছ’মাস লেগে যাবে। এর পরে আরও কাজ থাকবে, যা শেষ হতে হতে বছর ঘুরে যাবে। পরিস্থিতি যা, তাতে এ বারও জুলাই মাসে নতুন পড়ুয়ারা এসে সেখানে থাকতে পারবেন না বলেই বিভিন্ন মহলের ধারণা। এ দিন রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন