শহরের পড়ুয়ায় আগ্রহী রাশিয়া

পড়ুয়া টানতে কলকাতায় শিক্ষামেলার আয়োজন করল রাশিয়া। রাশিয়ান সেন্টার ফর সায়েন্স অ্যান্ড কালচার এবং রুশ এডুকেশন সংস্থা-র যৌথ উদ্যোগে বৃহস্পতিবার গোর্কি সদনে ওই শিক্ষামেলায় রাশিয়ার ১১টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পান শহরের পড়ুয়ারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মে ২০১৫ ০০:২১
Share:

পড়ুয়া টানতে কলকাতায় শিক্ষামেলার আয়োজন করল রাশিয়া। রাশিয়ান সেন্টার ফর সায়েন্স অ্যান্ড কালচার এবং রুশ এডুকেশন সংস্থা-র যৌথ উদ্যোগে বৃহস্পতিবার গোর্কি সদনে ওই শিক্ষামেলায় রাশিয়ার ১১টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পান শহরের পড়ুয়ারা। উদ্যোক্তারা জানান, রাশিয়ায় উচ্চশিক্ষার খরচ ভারতের তুলনায় অনেকটাই কম। বিশ্ববিদ্যালয়গুলিতে ইঞ্জিনিয়ারিং, চিকিত্সা বিজ্ঞান, রোবোটিক্স, নিউক্লিয়ার এনার্জি নিয়ে পড়ার জন্য প্রবেশিকা পরীক্ষাও দিতে হবে না। ৫০ শতাংশ নম্বর থাকলেই ভর্তি হওয়া যাবে। ইংরেজিতেই পঠনপাঠনের সুযোগ পাবেন পড়ুয়ারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement