সুরক্ষা, সময় নিয়ে অভিযোগ মেট্রোয়

মেট্রোর সুরক্ষা এবং সময়ানুবর্তিতা নিয়ে রেলের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সদস্যদের কাছে অভিযোগ জানালেন যাত্রীদের একাংশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ০১:১৮
Share:

ফাইল চিত্র।

মেট্রোর সুরক্ষা এবং সময়ানুবর্তিতা নিয়ে রেলের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সদস্যদের কাছে অভিযোগ জানালেন যাত্রীদের একাংশ।

Advertisement

শুক্রবার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন স্ট্যান্ডিং কমিটির এক প্রতিনিধি দল শহরে রেল এবং মেট্রো পরিষেবার হাল জানতে বিভিন্ন রেল ও মেট্রো স্টেশন ঘুরে দেখে। প্রতিনিধি দলের সদস্যেরা এ দিন বেলা সওয়া ১১টা নাগাদ এসপ্লানেড থেকে মেট্রোয় ময়দান পর্যন্ত যান। পথে যাত্রীদের সঙ্গে কথা বলেন। মেট্রো-যাত্রা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে কি না, আলোচনার মাধ্যমে তা জানার চেষ্টা করে দলটি। যাত্রীদের অনেকেই জানান, মেট্রোয় বিভিন্ন দুর্ঘটনার খবরে তাঁদের সাময়িক আতঙ্ক হয়। তবে যাতায়াতের বিকল্প মাধ্যম না থাকায় ফের মেট্রোতেই ফিরতে হয়। নন এসি রেকের বেহাল দশার কথাও বলেন একাধিক যাত্রী। ময়দান স্টেশনে দুই স্কুলপড়ুয়া জানায়, ট্রেন সময়মতো না চালায় প্রায় দিনই অসুবিধেয় পড়তে হয়। ব্যস্ত সময়ে মেট্রোর সংখ্যা বাড়ানোর দাবিও ওঠে।

এ দিন তৃণমূল সাংসদের সঙ্গে প্রতিনিধি দলে ছিলেন শিবসেনা সাংসদ গজানন কীর্তিকার এবং এন সি পি সাংসদ মধুকর কুঁকড়ে। তাঁরা শিয়ালদহ স্টেশনও ঘুরে দেখেন এ দিন। সুদীপবাবু বলেন, ‘‘সমস্যা সত্ত্বেও মেট্রো-যাত্রীদের ভরসা কমেনি। মেট্রোয় সুরক্ষা বাড়ানোর দিকে নজর দেওয়া জরুরি। কামরাগুলি আরও আধুনিক করা প্রয়োজন। সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলেই শুনেছি।’’ পরে শহর এবং শহরতলির রেল পরিবহণের অবস্থা নিয়ে মধ্য কলকাতায় পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজারের সঙ্গে বৈঠক করেন সংসদীয় স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধিরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন