প্রতিবাদ করায় নিরাপত্তারক্ষীকে মার। — প্রতিনিধিত্বমূলক চিত্র।
ক্যাফের আড়ালে চলছিল বেআইনি হুক্কা পার্লার। তারই প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হতে হল বৃদ্ধ নিরাপত্তারক্ষীকে। রবিবার রাতে দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডে ঘটনাটি ঘটেছে। অভিযোগ, প্রতিবাদ করায় ৭০ বছরের ওই নিরাপত্তারক্ষীকে বেধড়ক মারধর করেছেন একদল যুবক-যুবতী।
পুলিশ সূত্রে খবর, আক্রান্ত বৃদ্ধের নাম সুব্রত পাল। গত কয়েক বছর ধরে দক্ষিণ কলকাতার এক আবাসনে নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করতেন তিনি। সুব্রতের দাবি, আবাসনের নীচের তলাটি একটি ক্যাফে তৈরির জন্য ভাড়া দেওয়া হয়েছিল। কিন্তু ক্যাফের আড়ালে আদতে বেআইনি ভাবে হুক্কা পার্লার চালানো হচ্ছিল। আগেও একাধিক বার এ ধরনের অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করেছেন সুব্রত। তবে লাভ হয়নি। উল্টে তাঁকেই অকথ্য গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ। রবিবার বিকেলেও একই ঘটনা ঘটে। তবে এ বার শুরু গালিগালাজই নয়, বৃদ্ধকে মারধরও করা হয় বলে দাবি। ভারী কোনও বস্তু দিয়ে ওই নিরাপত্তারক্ষীর মাথায় আঘাত করা হয়। সঙ্গে খুনের হুমকিও দেন অভিযুক্তেরা।
ঘটনার পরেই ন’জনের বিরুদ্ধে লেক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সুব্রত। তাঁর দাবি, মারধরের পাশাপাশি অভিযুক্তেরা তাঁর সোনার চেন এবং টাকাপয়সাও চুরি করে নিয়ে গিয়েছেন। যদিও ওই ক্যাফের মালিকদের পাল্টা অভিযোগ, আদতে তাঁদেরই হেনস্থা করা হয়েছে। থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁরাও।