শ্রেষ্ঠ পুজো খুঁজে আজ ‘শারদ অর্ঘ্য’ ঘোষণা

থিমের লড়াইয়ে কোন পুজো পিছনে ফেলল অন্যদের? কাদের মণ্ডপ দেখে তাক লাগল গোটা শহরের? কোন প্রতিমায় মন ভরল কলকাতার?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৪ ০১:৫৫
Share:

থিমের লড়াইয়ে কোন পুজো পিছনে ফেলল অন্যদের? কাদের মণ্ডপ দেখে তাক লাগল গোটা শহরের? কোন প্রতিমায় মন ভরল কলকাতার?

Advertisement

নজরকাড়া পুজোর ভিড়ে শ্রেষ্ঠদের খুঁজে নিতে হাজির হয়ে গেল ‘পার্লে আনন্দবাজার পত্রিকা শারদ অর্ঘ্য ১৪২১’। কলকাতা ও হাওড়ার প্রায় সাড়ে তিনশো পুজোর মধ্যে থেকে প্রাথমিক বাছাইয়ে চূড়ান্ত পর্বে পৌঁছে গিয়েছে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং হাওড়ার পাঁচটি করে পুজো। আজ, মহাষষ্ঠীর দিনে সেই পনেরোটি পুজো ঘুরে দেখবেন সেলেব্রিটি বিচারকদের একটি দল। উত্তর বা দক্ষিণ কলকাতা থেকে শহরের শ্রেষ্ঠ পুজো, সেটি উত্তরের হলে দক্ষিণের (কিংবা বিপরীত) শ্রেষ্ঠ পুজো, হাওড়ার শ্রেষ্ঠ পুজোর পাশাপাশি শ্রেষ্ঠ প্রতিমা এবং মণ্ডপসজ্জার ক্ষেত্রেও উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং হাওড়া থেকে একটি করে পুজো বেছে নেবেন তাঁরা। আগামী ১০ অক্টোবর আনুষ্ঠানিক ভাবে সেই শ্রেষ্ঠত্বের শিরোপা উঠবে বিজয়ীদের মাথায়।

অপেক্ষা শুধু আজকের দিনটার। ফলাফল থাকবে সপ্তমীর কাগজে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement