আগুনে পুড়ে ছাই বাবরি বন বস্তি

‘কিছুই বুঝে উঠতে পারিনি। বাজার থেকে ফিরছিলাম, দুর থেকে দেখি পুরো বস্তিটায় আগুন জ্বলছে। আর বাচ্চা-কাচ্চা, বস্তির মহিলারা প্রাণ হাতে নিয়ে গণগণে আগুনের ভিতর থেকে বেরিয়ে আসছে।’-এমন ভয়ানক অভিজ্ঞতার কথা জানালেন বাবরি বন বস্তির এক বাসিন্দা। চোখের সামনে তখনও জ্বলে চলেছে গোটা বস্তিটা। প্লাস্টিক আর দরমার বেঁড়া দিয়ে তৈরি ঝুপড়িগুলো একের পর এক ভস্মীভূত হয়ে যাচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৬ ১৯:২৬
Share:

‘কিছুই বুঝে উঠতে পারিনি। বাজার থেকে ফিরছিলাম, দুর থেকে দেখি পুরো বস্তিটায় আগুন জ্বলছে। আর বাচ্চা-কাচ্চা, বস্তির মহিলারা প্রাণ হাতে নিয়ে গণগণে আগুনের ভিতর থেকে বেরিয়ে আসছে।’-এমন ভয়ানক অভিজ্ঞতার কথা জানালেন বাবরি বন বস্তির এক বাসিন্দা। চোখের সামনে তখনও জ্বলে চলেছে গোটা বস্তিটা। প্লাস্টিক আর দরমার বেঁড়া দিয়ে তৈরি ঝুপড়িগুলো একের পর এক ভস্মীভূত হয়ে যাচ্ছে।

Advertisement

বুধবার সাড়ে তিনটে নাগাদ পশ্চিমবন্দর থানা এলাকার পাহারপুর কুলিং প্ল্যান্টের পাশে বাবরি বন বস্তিতে আগুন লাগে। ১২ টি দমকল ইঞ্জিনের দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও, পুরো বস্তিটিই পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে বস্তিবাসীরা জানিয়েছেন, বস্তির পিছনের যে ঝিল আছে, সেদিক থেকে আগুন লাগে। ঘটনাস্হলে যান কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়। তিনি বলেন,‘দুর্ভাগ্যজনক ঘটনা। ইতিমধ্যেই বস্তিবাসীদের জন্য ত্রিপল, কাপড় এবং খাবারের ব্যবস্থা করা হয়েছে।’

আরও পড়ুন- গাড়ি উল্টে জখম সাংসদ অর্পিতা ঘোষ

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement