People

কলকাতা মেডিক্যাল কলেজে ছাদের চাঙড় ভেঙে আহত ছয়

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তখন চক্ষু বিভাগে রোগী দেখা চলছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮ ১৩:০৭
Share:

আহত রামচন্দ্র। নিজস্ব চিত্র।

কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে ছাদের চাঙড় ভেঙে আহত হলেন চার জন। সোমবার বেলা ১২টা নাগাদ বিভাগের ওয়েটিং রুমে ঘটনাটি ঘটে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছেন।

Advertisement

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তখন চক্ষু বিভাগে রোগী দেখা চলছিল। স্বাভাবিক ভাবেই সেখানে রোগীদের ভিড় ছিল। হঠাৎই এই ঘটনায় হতচকিত হয়ে যান সকলেই।

হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে রয়েছেন প্রণব রায়, বন্দনা ঘোষ, দূর্গা দেবী, রামচন্দ্র সোনকার, তারাশঙ্কর বিশ্বাস। এর মধ্যে ভাই প্রণবকে নিয়ে এসেছিলেন বন্দনা ঘোষ। অন্য দিকে, স্ত্রী দূর্গাকে নিয়ে এসেছিলেন রামচন্দ্র সোনকার। বন্দনা ঘোষের পায়ে আঘাত লাগে। চাঙড় ভেঙে পিঠে আঘাত লাগে রামচন্দ্রের।

Advertisement

আহতদের দ্রুত প্রাথিমক চিকিৎসার ব্যবস্থা করা হয়। বহু দিনের পুরনো বাড়ি হওয়ায় আগেও কিছু জায়গা চাঙড় ভাঙা অবস্থায় রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ভেঙে পড়া অংশের দ্রুত মেরামতি কাজ শুরু করা হবে।

আরও পড়ুন: কোচবিহারে বিজেপির জনসভায় আসছেন না অমিত শাহ, নয়াদিল্লিতে দুপুরে সাংবাদিক বৈঠক

(শহরের প্রতি মুহূর্তের হেডলাইন, কলকাতার যে কোনও ব্রেকিং নিউজ পেতে ক্লিক করুন আমাদের কলকাতা বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন