Advertisement
১৮ এপ্রিল ২০২৪
BJP

আসছেন না অমিত শাহ, কৈলাস-দিলীপের নেতৃত্বে সভা হচ্ছে কোচবিহারে

আজ কোচবিহারে বিজেপির জনসভায় আসছেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। দুপুর একটায় নয়াদিল্লিতে বিজেপি সদর দফতরে সাংবাদিক সম্মেলন করবেন তিনি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮ ১০:৪৪
Share: Save:

আজ কোচবিহারে বিজেপির জনসভায় আসছেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ আসছেন না ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও। দুপুর একটায় নয়াদিল্লিতে বিজেপি সদর দফতরে সাংবাদিক বৈঠক করবেন অমিত শাহ। সেখানে এই সভা নিয়ে তিনি তাঁর বক্তব্য জানাতে পারেন বলে জানা যাচ্ছে বিজেপি সূত্রে।

আজ কোচবিহার থেকেই বিজেপির রথযাত্রা কর্মসূচির উদ্বোধন হওয়ার কথা ছিল। অমিত শাহের এই সিদ্ধান্তের পর প্রশ্ন উঠল সেই রথযাত্রার ভবিষ্যৎ নিয়েও। কেন্দ্রীয় নেতৃত্বের এই সিদ্ধান্তের পর বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ীই কর্মসূচি চলবে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়ও আনন্দবাজারকে জানিয়েছেন, ‘‘ কোচবিহারের জনসভা পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ীই হবে। সেখানে উপস্থিত থাকবেন কৈলাস বিজয়বর্গী, দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা, রূপা গঙ্গোপাধ্যায় সহ বিজেপি রাজ্য নেতৃত্ব।’’

বৃহস্পতিবার বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ (রথযাত্রা) পিছিয়ে দিতে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তার পর থেকেই এই রথযাত্রা কর্মসূচি ঘিরে প্রশ্ন ওঠে। আজ, শুক্রবার বেলা দশটায় কোচবিহার থেকে ওই যাত্রা শুরু হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার দিনভর শুনানির পরে বিকেলে বিচারপতি তপোব্রত চক্রবর্তী জানিয়েছিলেন, এত কম সময়ের মধ্যে পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করা সম্ভব নয়। কোচবিহারে অপ্রীতিকর ঘটনা বা জীবনহানি ঘটলে তার দায় বিজেপির জেলা সভাপতি নেবেন কিনা, সেই প্রশ্নও তুলেছেন বিচারপতি। বিচারপতি চক্রবর্তী এ দিন রাজ্যের সব জেলার পুলিশ সুপারকে নির্দেশ দেন, তাঁদের জেলার রথযাত্রা নিয়ে বিজেপির সংশ্লিষ্ট সভাপতি বা সম্পাদকের সঙ্গে বৈঠক করতে। বৈঠকের পরে যা সিদ্ধান্ত হবে, তা সভাপতি বা সম্পাদককে জানিয়ে দিতে হবে।

আরও পড়ুন: দিলীপ বলছেন সভা হবেই, কৈলাস বলছেন রায় বুঝে

আরও পড়ুন: বিজেপির যাত্রা-ভঙ্গ​

আগামী ৭ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত ‘রথযাত্রা’ কর্মসূচি নিয়েছিল বিজেপি। কোচবিহারে জনসভার উদ্বোধন করার কথা ছিল বিজেপি সভাপতি অমিত শাহের। এই সময়ের মধ্যে কোচবিহার ছাড়া আরও দু’টি সভায় অংশ নেওয়ার কথা ছিল বিজেপি সভাপতির। কিন্তু আদালতের রায় এবং বিজেপি সর্বভারতীয় সভাপতির এই সিদ্ধান্তের পর অনিশ্চিত হয়ে পড়ল পুরো বিষয়টিই। এই নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতেই দুপুরে বিজেপি সদর দফতরে সাংবাদিক বৈঠক করবেন অমিত শাহ, এমনটাই জানা যাচ্ছে বিজেপি সূত্রে।

(বাংলার রাজনীতি, বাংলার শিক্ষা, বাংলার অর্থনীতি, বাংলার সংস্কৃতি, বাংলার স্বাস্থ্য, বাংলার আবহাওয়া - পশ্চিমবঙ্গের সব টাটকা খবর আমাদের রাজ্য বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Amit Shah Dilip Ghosh Rathayatra BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE