বিজ্ঞাপনের মুখ ঢাকল কালিতে

বিধাননগর পুলিশের কর্তারা জানিয়েছেন, বাঙুর থেকে দমদম পার্ক এলাকার মধ্যে একাধিক হোর্ডিংয়ে এই কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৭ ০১:৫৫
Share:

কুকর্ম: অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের হোর্ডিংয়ে লেপে দেওয়া হয়েছে কালি। সোমবার, ভিআইপি রোডে। নিজস্ব চিত্র

অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের জন্য দক্ষিণ দমদম পুরসভা ভিআইপি রোডের ধারে বেশ কিছু ফেস্টুন, হোর্ডিং লাগিয়েছিল। রবিবার রাতে কেউ বা কারা সেই সব হোর্ডিংয়ে বিশ্ব বাংলার লোগো, দক্ষিণ দমদম পুরসভার লোগো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি লেপে দেয়। সোমবার সকালে বিষয়টি সকলের নজরে আসে। দক্ষিণ দমদম পুরসভা জানিয়েছে, এই ঘটনায় তাদের তরফে লেকটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement

বিধাননগর পুলিশের কর্তারা জানিয়েছেন, বাঙুর থেকে দমদম পার্ক এলাকার মধ্যে একাধিক হোর্ডিংয়ে এই কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছে। তাই প্রশ্ন উঠেছে, যে রাস্তায় রাতভর গাড়ি এবং গভীর রাত পর্যন্ত মানুষের যাওয়া-আসা ও পুলিশের টহলদারি চলে, সেখানে সবার নজর এড়িয়ে এমন ঘটনা ঘটল কী ভাবে?

এই কুকীর্তির নেপথ্যে অবশ্য বিরোধীদের ‘ষড়যন্ত্রের’ ছায়াই দেখছেন ওই এলাকার শাসক দলের নেতা ও পুর কর্তারা। এ বিষয়ে প্রশ্ন করা হলে দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান বলেন, ‘‘এ সব করে কী ধরনের রাজনৈতিক লাভ হয়, জানি না। তবে এটি একটি ন্যক্কারজনক ঘটনা। কাদের কাজ, তা তো আর মুখে বলার দরকার পড়ে না।’’ তিনি জানান, দ্রুত দোষীদের ধরে শাস্তি দেওয়ার আবেদন জানানো হয়েছে বিধাননগর পুলিশের কাছে।

Advertisement

এই ঘটনা নিয়ে শাসক দলের সঙ্গে বিরোধীদের কাজিয়া তুঙ্গে। শাসক দলের একাংশের অভিযোগ, এই কাজ বিরোধীরাই করেছে। পাল্টা দাবিতে বিরোধীদের একাংশের বক্তব্য, কোথাও কিছু ঘটলে তদন্তের আগেই বিরোধীদের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়াটা শাসক দলের সংস্কৃতিতে পরিণত হয়েছে। পুলিশ নিরপেক্ষ ভাবে তদন্ত করুক। তা হলেই প্রকৃত সত্য সামনে আসবে।

বিধাননগর পুলিশ সূত্রের খবর, প্রাথমিক তদন্তে তাদের অনুমান, একাধিক লোক এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement