State news

সোনার দোকানে ভয়াবহ ডাকাতি, গণ বিক্ষোভ সোনারপুরে!

ভরসন্ধ্যায় সোনারপুরে এক সোনার দোকানে ডাকাতি হয়। আর সেই ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন স্থানীয় কয়েকশো বাসিন্দা। পরে তাঁরা রেল অবরোধও করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৭ ১৪:২১
Share:

চলছে অবরোধ।

ভরসন্ধ্যায় সোনারপুরে এক সোনার দোকানে ডাকাতি হয়। আর সেই ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন স্থানীয় কয়েকশো বাসিন্দা। পরে তাঁরা রেল অবরোধও করেন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় ওই সোনার দোকানে ক্রেতা সেজে ঢুকে সাত জনের একটি দল ডাকাতি করে। পরে কুপিয়ে খুন করা হয় দোকানের মালিককে। সেই ঘটনায় ওই রাতেই এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম পাবলু সর্দার। তাকে জেরা করে জানা গিয়েছে, বাংলাদেশ থেকে ওই ডাকাত দলটি এসেছিল। তার কাছ থেকে নাকি লুঠ হওয়া কিছু গয়নাও উদ্ধার করেছে পুলিশ। দলের বাকিদের খোঁজ চলছে।


হামলা: দোকানের সামনে পড়ে রক্ত। রবিবার।

Advertisement

রবিবার ঘটনার পর থেকেই বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। পুলিশের কাজে যে তাঁরা মোটেও খুশি নন, সেই অসন্তোষ তাঁদের কথায় প্রকাশ পাচ্ছিল। তাঁদের অভিযোগ, পুলিশ একেবারেই এলাকায় টহল দেয় না। সোমবার সকালে তা নিয়েই বিক্ষোভ দেখান বাসিন্দারা। বিক্ষোভের জেরে বজবজ ছাড়া শিয়ালদহ দক্ষিণ শাখার অন্যান্য লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন: মালিককে কুপিয়ে খুন করে সোনার দোকানে সশস্ত্র ডাকাতি সোনারপুরে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন