এত দিন মশাবাহিত রোগ, বিশেষত ডেঙ্গির প্রকোপের কথা মানতে চাইছিল না পুরসভা। কিন্তু জেলা প্রশাসন থেকে নির্দেশের পরে ডেঙ্গি-প্রবণ এলাকা চিহ্নিত করে বিশেষ অভিযান শুরু করেছে দক্ষিণ দমদম পুর প্রশাসন।
গত কয়েক সপ্তাহে দক্ষিণ দমদম পুরসভার বিভিন্ন এলাকায় জ্বরের প্রকোপ শুরু হয়। সূত্রের খবর, ইতিমধ্যে জ্বরে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। কমপক্ষে ৫০ জন এখনও আক্রান্ত জ্বরে। যদিও সেই তথ্য এখনও মানতে চায়নি পুরসভা।
এর পরেই এলাকা পরিদর্শনে যান স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা। খবর পৌঁছয় জেলা প্রশাসনেও। দফায় দফায় বৈঠক করে বিশেষ নির্দেশ দেওয়া হয় পুরসভাকে। এর পরে ১২, ১৩ এবং ১৪ নম্বর ওয়ার্ডকে উপদ্রুত বলে চিহ্নিত করা হয়। এর পরে পুরকর্মীদের জীবাণু চিহ্নিত করার প্রশিক্ষণ, বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গির জীবাণু ধ্বংস করা, সচেতন করার কাজের পাশাপাশি বাড়ি বাড়ি মশা মারার তেল বিলি করার কাজও শুরু করেছে পুরসভা।
বৃহস্পতিবার পুরসভা বিভিন্ন বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে করে। জ্বরে আক্রান্তদের তথ্য যাতে সময়ে পায় পুরসভা, তা নিয়েও আলোচনা হয়।
দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান জানান, যুদ্ধকালীন তৎপরতায় একাধিক কাউন্সিলর পুরকর্মীদের নিয়ে নিজের নিজের এলাকায় কাজ করছেন। পাশাপাশি, নিয়মিত বৈঠক করে পরিস্থিতি নিয়ে আলোচনাও হচ্ছে।