কলেজে ছাত্র-সংঘর্ষ

ছাত্রদের কমন রুমের লকার ভাঙাকে ঘিরে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন একদল ছাত্র। সোমবার, রাজারহাটের ডিরোজিও কলেজের ঘটনা। পুলিশ জানায়, ওই ছাত্রেরা সকলেই তৃণমূল ছাত্র পরিষদের সদস্য। পুলিশে অবশ্য অভিযোগ দায়ের হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৬ ০০:৪৩
Share:

ছাত্রদের কমন রুমের লকার ভাঙাকে ঘিরে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন একদল ছাত্র। সোমবার, রাজারহাটের ডিরোজিও কলেজের ঘটনা। পুলিশ জানায়, ওই ছাত্রেরা সকলেই তৃণমূল ছাত্র পরিষদের সদস্য। পুলিশে অবশ্য অভিযোগ দায়ের হয়নি।

Advertisement

কলেজের ছাত্র সংসদের সহ-সাধারণ সম্পাদক সৌভিক রায়ের অভিযোগ, এ দিন কমন রুমে ঢুকে তিনি দেখেন, তাঁর লকার ভাঙা। এ নিয়েই ছাত্র সংসদের সাধারণ সম্পাদক অরিন্দম ঘোষের দলের সঙ্গে হাতাহাতি বাধে সৌভিক ও তাঁর অনুগামীদের। গোলমাল ছড়ায় ক্যাম্পাসের বাইরেও। অধ্যক্ষের থেকে খবর পেয়ে পুলিশ পৌঁছয়। টিএমসিপি-র রাজ্য সভানেত্রী জয়া দত্ত বলেন, ‘‘বিষয়টি শুনেছি। বিস্তারিত খোঁজ নিচ্ছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement