মৃত কিশোরকে বাঁচাতে তান্ত্রিকের শরণে পরিবার

হোলির দুপুরে পুকুরে ডুবে মৃত্যু হয়েছিল এক কিশোরের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৯ ০১:৪৪
Share:

হোলির দুপুরে পুকুরে ডুবে মৃত্যু হয়েছিল এক কিশোরের। বাঁচিয়ে তোলার জন্য তাকে তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল পরিজনেদের বিরুদ্ধে। শুক্রবার, লিলুয়া সি রোডের ঘটনা। পুলিশ জানিয়েছে, ওই কিশোরের নাম রোশন কুমার। এ দিন দুপুরে রং খেলার সময় তার গায়ে গোবর ছোড়ে বন্ধুরা। তা ধুতেই পুকুরে নেমেছিল রোশন। তখনই সে তলিয়ে যায়। স্থানীয় যুবকেরা ওই কিশোরকে উদ্ধার করে জয়সওয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা রোশনকে মৃত ঘোষণা করেন।

Advertisement

অভিযোগ, এর পরেই ওই কিশোরের পরিজনেরা এক রকম জোর করে দেহটি তান্ত্রিকের কাছে নিয়ে যান। তাঁরা দাবি করেন, পরিচিত ওই তান্ত্রিক জানিয়েছেন, মৃত কিশোরকে তিনি বাঁচিয়ে তুলবেন। খবর পেয়ে হাসপাতালে আসে

বেলুড় থানার পুলিশ। খোঁজ নিয়ে তারা জানতে পারে, ওই কিশোরকে একটি মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে। তান্ত্রিকের খোঁজে তল্লাশি

Advertisement

শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement