TMC

আলিপুরে সরকারি জমিতে পার্কিং, টাকার ভাগ নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা

একে সরকারি জমিতে গাড়ির পার্কিং। তার উপর সেই পার্কিংয়ের টাকার ভাগ নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত আলিপুর। এই ঘটনায় ফের একবার নাম জড়াল তৃণমূল নেতা প্রতাপ সাহা এবং বিপ্লব মিত্রের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৮ ১৮:৪৭
Share:

গোষ্ঠীদন্দ্বে আহত এক তৃণমূল কর্মী।— নিজস্ব চিত্র।

একে সরকারি জমিতে গাড়ির পার্কিং। তার উপর সেই পার্কিংয়ের টাকার ভাগ নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত আলিপুর। এই ঘটনায় ফের একবার নাম জড়াল তৃণমূল নেতা প্রতাপ সাহা এবং বিপ্লব মিত্রের।

Advertisement

গত কয়েক বছরে বারবার উত্তপ্ত হয়ে উঠছে আলিপুর। প্রতিটি ঘটনাতেই প্রতাপ এবং বিপ্লবের অনুগামীদের নাম জড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তা সত্ত্বেও তৃণমূলের এই দুই নেতাকে বাগে আনতে পারছে না দল।

প্রেসিডেন্সি সংশোধনাগার লাগোয়া এলাকার সরকারি জমিতে গাড়ির পার্কিং কোন পক্ষের দখলে থাকবে, তা নিয়ে ঝামেলার সূত্রপাত। অভিযোগ, বৃস্পতিবার রাতে স্থানীয় বয়েজ স্পোর্টিং ক্লাবে ভাঙচুর চালায় বিপ্লব সাহার লোকজন। চাড়াও হন স্থানীয় বাসিন্দাদের বাড়িতেও। আক্রান্ত হন মহিলারা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিপ্লবের অনুগামীরা।

Advertisement

আরও পড়ুন: সাউথ সিটির সামনে বন্দুক দেখিয়ে লুঠ

আরও পড়ুন: বোর্ড গঠন নিয়ে রণক্ষেত্র ঝাড়গ্রামের সাঁকরাইল, রাতভর চলল তৃণমূল-বিজেপির তিরযুদ্ধ

৭৪ নম্বর ওয়ার্ডের তৃণমূলের ব্লক সভাপতি বিপ্লব মিত্র। ওই এলাকারই পরিচিত মুখ তৃণমূলের প্রতাপ সাহা। রাজ্যের এক মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতার জন্যে বহু ঝামেলায় জড়িয়ে গিয়েও পার পেয়ে গিয়েছেন প্রতাপ, বলে অভিযোগ। এলাকা দখল থেকে শুরু করে সিন্ডিকেটের ব্যবসা নিয়ে দু’পক্ষের মধ্যে গোলমাল লেগেই থাকে। এই ঘটনায় ইতিমধ্যেই আলিপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন