পা সারাতে রোগীর পেটে বসল পাম্প

হাসপাতাল সূত্রের খবর, আগে এক দুর্ঘটনায় সুষুণ্মাকাণ্ডে আঘাত লেগে পঙ্গু হয়ে যান হাওড়ার ডোমজুরের বাসিন্দা তপনকুমার চক্রবর্তী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৭ ০৩:০৪
Share:

প্রতীকী ছবি।

অসাড় হয়ে যাওয়া পা সারাতে রোগীর পেটে বসানো হল পাম্প! মঙ্গলবার এসএসকেএম হাসপাতালে এই ‘অন্য রকম’ অস্ত্রোপচার করলেন ফিজিক্যাল মেডিসিন বিভাগের চিকিৎসকেরা।

Advertisement

হাসপাতাল সূত্রের খবর, আগে এক দুর্ঘটনায় সুষুণ্মাকাণ্ডে আঘাত লেগে পঙ্গু হয়ে যান হাওড়ার ডোমজুরের বাসিন্দা তপনকুমার চক্রবর্তী। তিনি দু’পা ভাঁজ করতে পারতেন না। হুইলচেয়ারের ভরসা আর অসম্ভব যন্ত্রণা নিয়ে দিন কাটছিল তাঁর। মাস দুই আগে এসএসকেএমে ভর্তি হয়েছিলেন তপনবাবু।

এ দিন চিকিৎসক রাজেশ প্রামাণিকের নেতৃত্বে এক চিকিৎসকদল তাঁর অস্ত্রোপচার করেন। পরে রাজেশবাবু জানান, ‘ব্যাক্লোসেম পাম্প ইমপ্লান্টেশন’ নামে অস্ত্রোপচারটি বিদেশে জনপ্রিয়। শিরদাঁড়ার একটি অংশ কেটে ক্যাথিটার ঢুকিয়ে সেটি সুষুণ্মাকাণ্ডের পাশে সেরিব্রো-স্পাইনাল ফ্লুইডের কাছে নিয়ে যাওয়া হয়। সঙ্গে নাভির উপরে ওষুধ ভরা একটি ছোট পাম্প বসানো হয়। ক্যাথিটারের সঙ্গে পাম্পটি যুক্ত করা হয়। পাম্পে ভরা ওষুধ নির্দিষ্ট পরিমাণে সেরিব্রো-স্পাইনাল ফ্লুইডে গিয়ে মেশে। তাতে অসাড় পা ধীরে ধীরে সেরে ওঠার কথা। সেটা হচ্ছে কি না দেখতে কয়েক দিন অপেক্ষা করতে হবে। ৩-৫ মাস পরপর পাম্পে ওষুধ ভরতে হবে।

Advertisement

হাসপাতাল সূত্রে খবর, নবান্ন থেকে এ বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন