News Of The Day

কলকাতায় সেনাপতি-সম্মেলনের সূচনা মোদীর, ওয়াকফ মামলার রায় সুপ্রিম কোর্টে, ইডিতে মিমির হাজিরা... আর কী

আজ কলকাতায় ‘যৌথ সেনাপতি সম্মেলন ২০২৫’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতি দু’বছরে একবার ভারতের সশস্ত্র বাহিনীর তিন শাখার প্রধানরা এবং অন্য উচ্চপদস্থ কর্তারা এই সম্মেলনে বাহিনীর লক্ষ্য ও কর্মপন্থা নিয়ে সর্বোচ্চ স্তরের মত বিনিময় করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫৭
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

আজ কলকাতায় ‘যৌথ সেনাপতি সম্মেলন ২০২৫’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতি দু’বছরে একবার ভারতের সশস্ত্র বাহিনীর তিন শাখার প্রধানরা এবং অন্য উচ্চপদস্থ কর্তারা এই সম্মেলনে বাহিনীর লক্ষ্য ও কর্মপন্থা নিয়ে সর্বোচ্চ স্তরের মত বিনিময় করেন। সেনার পূর্ব কম্যান্ডের সদর দফতর বিজয় দুর্গে (ফোর্ট উইলিয়াম) আজ থেকে এই তিন দিনের সম্মেলন শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী এই সম্মেলনের উদ্বোধনী পর্বে যোগ দেওয়ার জন্য গতকাল সন্ধ্যায় কলকাতায় এসেছেন। প্রধানমন্ত্রীর পাশাপাশি সম্মেলনে থাকছেন প্রতিরক্ষা মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী, সেনা সর্বাধিনায়ক (সিডিএস), প্রতিরক্ষা সচিব এবং অন্য কয়েকটি মন্ত্রকের সচিবরাও।

ওয়াকফ আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। গত ২২ মে ওই মামলায় রায়দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ। আজ এই মামলায় রায় জানাবে সুপ্রিম কোর্ট। সংসদের উভয় কক্ষে বিল পাশ হওয়ার পরে গত ৫ এপ্রিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতিক্রমে তৈরি হয় সংশোধিত ওয়াকফ আইন, ২০২৫। শীর্ষ আদালতের রায়ে কী উল্লেখ থাকে, সে দিকে নজর থাকবে আজ।

Advertisement

তরুণদের বিদ্রোহের জেরে নেপালের প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়েছেন কেপি শর্মা ওলি। উদ্ভূত পরিস্থিতিতে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন সে দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কী। গতকাল প্রধানমন্ত্রীর দফতরের দায়িত্ব নিয়েই কার্কী জানিয়ে দিয়েছেন, ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি দায়িত্ব গ্রহণ করেননি। মানুষকে সেবা করার জন্যই দায়িত্ব নিয়েছেন। আন্দোলনে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের ‘শহিদের’ মর্যাদা দেওয়া হবে বলেও জানিয়েছেন কার্কী। বিদ্রোহের পরে গত কয়েক দিন ধরে ধীরে ধীরে শান্ত হতে শুরু করেছে নেপাল। এ অবস্থায় নেপালের পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।

অঙ্কুশ হাজরার পর ইডি-র নিশানায় মিমি চক্রবর্তী। খবর, বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে সমন পেয়েছেন তিনি। নির্দেশ অনুযায়ী, আজ তাঁকে হাজিরা দিতে হবে সংস্থার দিল্লির অফিসে।

এশিয়া কাপে আজ জোড়া ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরে গিয়েছে। এই ম্যাচ বিকেল ৫:৩০ থেকে। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা এবং হংকং। শ্রীলঙ্কা প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। হংকং হেরেছে বাংলাদেশের কাছে। এই ম্যাচ রাত ৮টা থেকে। দু’টি ম্যাচই সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

দলীপ ট্রফির ফাইনালে মুখোমুখি মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চল। আজ শেষ দিনের খেলা। অঘটন না ঘটলে মধ্যাঞ্চলই চ্যাম্পিয়ন হবে। প্রথম ইনিংসে ৩৬২ রানের লিড নিয়েছে মধ্যাঞ্চল। দক্ষিণাঞ্চল দ্বিতীয় ইনিংসে লড়াই করলেও তা ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট নয়। খেলা শুরু সকাল ৯:৩০ থেকে।

বিশ্ব অ্যাথলেটিক্স আজ তৃতীয় দিনে পড়ছে। জাপানের টোকিয়োয় হচ্ছে প্রতিযোগিতা। আজ চার ভারতীয়ের ইভেন্ট রয়েছে। ভোর ৫:৪৫-এ মহিলাদের ৩,০০০ মিটার স্টিপলচেজ়ে নামছেন পারুল চৌধুরি ও অঙ্কিতা ধ্যানি। পুরুষদের লং জাম্পের যোগ্যতা অর্জন পর্বে নামছেন মুরলি শ্রীশঙ্কর। তাঁর ইভেন্ট বিকেল ৪:১০-এ। বিকেল ৪:৫০-এ ১১০ মিটার হার্ডলসে নামবেন তেজস শিরসে।

আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হতে পারে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার— এই পাঁচ জেলায় চলবে ভারী বৃষ্টি। সেখানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এর মধ্যে আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে। সেখানে জারি কমলা সতর্কতা ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement