News Of The Day

কলকাতার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী। ভারত-আমেরিকা সম্পর্ক। পঞ্চম টেস্ট। আর কী কী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার সকল পুজো কমিটিকে নিয়ে বৈঠকে বসবেন। আজ বিকেল ৫টা থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে ওই বৈঠক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ০৭:৫২
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

শারদোৎসবের প্রস্তুতিতে রাজ্য সরকার। আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহের আগেই শুরু হয়ে যাবে দুর্গাপুজো। তাই জুলাই মাসের শেষ দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার সকল পুজো কমিটিকে নিয়ে বৈঠকে বসবেন। আজ বিকেল ৫টা থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে ওই বৈঠক। বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও থাকবেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। পাশাপাশি, রাশিয়া থেকে অস্ত্র এবং জ্বালানি কেনার জন্য ভারতের উপর একটি ‘জরিমানা’ (পেনাল্টি)-র কথাও উল্লেখ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও কী সেই জরিমানা, তা ব্যাখ্যা করেননি তিনি। মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার পরেই এর প্রভাব নিয়ে ভারতের বাণিজ্য মহলে বিস্তর আলোচনা শুরু হয়েছে। প্রভাব বিশ্লেষণ করছে নয়াদিল্লিও। বুধবার রাতেই ভারত সরকার বিবৃতি দিয়ে জানিয়েছে, দেশের স্বার্থ রক্ষা করতে সব রকম পদক্ষেপ করা হবে। এ অবস্থায় ভারত-আমেরিকা বাণিজ্যিক সম্পর্ক কোন পথে এগোয়, সে দিকে নজর থাকবে আজ।

Advertisement

সংসদের বাদল অধিবেশনে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তৃতায় আবার উঠে এসেছে ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ। পাশাপাশি, ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়েও সংসদের বাইরে মতামত জানিয়েছেন শাসক এবং বিরোধী শিবিরের সাংসদেরা। ট্রাম্পের শুল্ক ঘোষণা করা নিয়ে সমাজমাধ্যমে প্রশ্ন তুলেছে কংগ্রেস। এ অবস্থায় আজ সংসদের অধিবেশনে ট্রাম্পের শুল্কের প্রসঙ্গ ওঠে কি না, সে দিকে নজর থাকবে।

আজ থেকে শুরু হচ্ছে ভারত এবং ইংল্যান্ডের পঞ্চম টেস্ট। এটাই সিরিজ়ের শেষ টেস্ট। সিরিজ় বাঁচাতে গেলে এই ম্যাচ জিততেই হবে শুভমন গিলের ভারতকে। অন্য দিকে ড্র করলেই সিরিজ় ইংল্যান্ডের। তারা ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। এই ম্যাচে ইংল্যান্ড পাচ্ছে না অধিনায়ক বেন স্টোকসকে। চোটের জন্য নেই জফ্রা আর্চারও। ভারত কি এই সুবিধা নিতে পারবে? খেলা শুরু বিকেল ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

ঘোর বর্ষা। বৃষ্টি থামতেই চাইছে না। প্রায় প্রতি দিন কয়েক দফায় মুষলধারে বৃষ্টি হচ্ছে শহর কিংবা শহরতলিতে। রাস্তা জলমগ্ন হয়ে পড়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। এই পরিস্থিতিতে খুব একটা আশার কথা শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। ঘূর্ণাবর্তের কারণে আপাতত বৃষ্টি চলবে উত্তর থেকে দক্ষিণবঙ্গে। ভিজবে কলকাতাও। হাওয়া অফিস বুধবারের বিশেষ বুলেটিনে জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপরে যে ঘূর্ণাবর্ত ছিল, তা এখন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের মাঝে অবস্থান করছে। উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে, যা ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর দিয়ে বিস্তৃত। মৌসুমি অক্ষরেখা আপাতত বিকানের, সীকর, রাঁচী, দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কিছু কিছু জেলায় আরও অন্তত দু’দিন বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে আরও তিন দিন। উত্তরবঙ্গে বর্ষা এখন অতিসক্রিয়। ফলে ৫ অগস্ট পর্যন্ত উত্তরের জেলাগুলিতে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। কলকাতায় আলাদা করে আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি করেনি আলিপুর। তবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে আপাতত মঙ্গলবার পর্যন্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement