গাছের বিয়ে

মণ্ডপ গড়ে, উলুধ্বনি-শঙ্খধ্বনি করে, পুরোহিত ডেকে ঘণ্টাখানেক ধরে ইউক্যালিপটাস ও নিম গাছের বিয়ে হল। নিমন্ত্রণ রক্ষা করতে এলেন সমবায় মন্ত্রী তথা মধ্য হাওড়ার তৃণমূল বিধায়ক অরূপ রায়-সহ বহু পুরকর্তা।

Advertisement
শেষ আপডেট: ০৭ জুন ২০১৬ ০০:৫৩
Share:

সোমবার দীপঙ্কর মজুমদারের তোলা ছবি।

মণ্ডপ গড়ে, উলুধ্বনি-শঙ্খধ্বনি করে, পুরোহিত ডেকে ঘণ্টাখানেক ধরে ইউক্যালিপটাস ও নিম গাছের বিয়ে হল। নিমন্ত্রণ রক্ষা করতে এলেন সমবায় মন্ত্রী তথা মধ্য হাওড়ার তৃণমূল বিধায়ক অরূপ রায়-সহ বহু পুরকর্তা। বিয়ের অনুষ্ঠানটি হয় হাওড়া পুরসভা চত্বরে। পুরসভা সূত্রে খবর, গাছের ভেষজ গুণ নিয়ে নতুন প্রজন্মের কাছে বার্তা দিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই উদ্যোগ। মেয়র রথীন চক্রবর্তী জানান, গাছের বংশবৃদ্ধি করতে প্রজনন প্রয়োজন। তাই বিয়ের অনুষ্ঠানকে প্রতীকী করে নতুন প্রজন্মের কাছে বার্তা পৌঁছে দিতে এই প্রয়াস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement