‘গণধর্ষণে’ গ্রেফতার ২

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আর এক অভিযুক্তের খোঁজ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৮ ০১:৫৬
Share:

—প্রতীকী ছবি

এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বারুইপুরের যোগীবটতলার কাছে। বারুইপুর জেলা পুলিশের এক কর্তা জানান, ওই মহিলার অভিযোগের ভিত্তিতে জড়িত বিকাশ নস্কর ও রাকিব হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বাড়ি বারুইপুরের কালিতলা ও কাজী নজরুল সরণি এলাকায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আর এক অভিযুক্তের খোঁজ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই রাতে কাজ থেকে বাড়ি ফেরার সময়ে পরিচিত এক যুবকের সঙ্গে দেখা হয় ওই মহিলার। সেই যুবক তাঁকে জানায় যে, মহিলার ছোট ছেলে যোগীবটতলায় রয়েছে। সেইমতো ওই মহিলা বারুইপুর কোর্টের সামনে থেকে অটোয় ওঠেন ওই যুবকের সঙ্গে। অভিযোগ, যোগীবটতলায় নামার পরে তাঁকে এলাকার একটি নির্মীয়মাণ বাড়ির সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও দু’জন যুবক আগে থেকে হাজির ছিল। মহিলার দাবি, ওই দুই যুবক নিজেদের পুলিশ বলে পরিচয় দেয়। অভিযোগ, তারা ওই মহিলাকে ভয় দেখাতে থাকে। এর পরে তারা জোর করে ওই মহিলাকে নির্মীয়মাণ বাড়িটির পিছনের দিকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। অভিযুক্তেরা ঘটনার ভিডিয়ো রেকর্ডিংও করে রেখেছে বলে দাবি নির্যাতিতার। আরও অভিযোগ, কাউকে ঘটনার কথা না বলার জন্য হুমকি দেওয়া হয় তাঁকে। কাউকে ঘটনার কথা জানালে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার কথাও বলে তারা। মহিলার দাবি, তাঁর উপরে যৌন নির্যাতন করার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরে তিনি বাড়ি ফিরে সমস্ত ঘটনা খুলে বলেন। এর পরেই বারুইপুর থানায় গিয়ে অভিযোগ জানানো হয়। নির্যাতিতার পরিবার অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement