Firearms Seized at Babughat

মুচিপাড়ায় গোলাগুলি! দুই দুষ্কৃতী অস্ত্র বিক্রি করতে গিয়ে ধরা পড়ে গেল বাবুঘাটে

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার রাত ১২টা ৪০ মিনিট নাগাদ বাবুঘাট বাসস্ট্যান্ডের কাছ থেকে দুই অভিযুক্তকে ধরা হয়। ধৃতদের নাম আয়ুষ কুমার ঝা এবং পীযূষ গুপ্ত।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৪
Share:

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র। ছবি: সংগৃহীত।

দুর্ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছিল বচসা। এর পরেই মুচিপাড়ায় চার রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছিল দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। শনিবারের ওই ঘটনার পর দু’দিন কেটে গেলেও অভিযুক্ত দুই যুবকের সন্ধান মেলেনি। কিন্তু সোমবার গভীর রাতে বাবুঘাটে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে গিয়ে ধরা পড়ে গেল সেই দুই দুষ্কৃতী!

Advertisement

পুলিশ সূত্রে জানানো হয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার রাত ১২টা ৪০ মিনিট নাগাদ বাবুঘাট বাসস্ট্যান্ডের কাছ থেকে দুই অভিযুক্তকে ধরা হয়। ধৃতদের নাম আয়ুষ কুমার ঝা এবং পীযূষ গুপ্ত। দুই যুবকের কাছ থেকে একটি দেশি পিস্তল এবং দু’টি কার্তুজ বাজেয়াপ্ত করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, অস্ত্রটি বিক্রি করার জন্য বাবুঘাটে গিয়েছিলেন দু’জনে। শেষমেশ রাত প্রায় দেড়টা নাগাদ গ্রেফতার করা হয় দু’জনকেই। দু’জনের বিরুদ্ধে অস্ত্র আইনের ২৫(১)(এ) এবং ২৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পরে জানা গিয়েছে, মুচিপাড়ায় যে দুই যুবকের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ রয়েছে, তাঁরাই ধরা পড়েছেন বাবুঘাটে। শনিবার ভোর ৪টে নাগাদ ঘটনাটি ঘটে। মুচিপাড়া থানার প্রেম চাঁদ বড়াল স্ট্রিট ও রাজা রামমোহন রায় সরণির সংযোগস্থলে বেপরোয়া গতিতে একটি গাড়ি ছুটছিল। গাড়িটি দুর্ঘটনা ঘটালে স্থানীয়দের সঙ্গে বচসা শুরু হয়ে যায় গাড়ির সওয়ারিদের। এক পর্যায়ে গাড়ি নিয়ে কোনওমতে এলাকা থেকে চম্পট দেন তাঁরা। এর কিছু ক্ষণ পর বাইক নিয়ে দুই যুবক এলাকায় পৌঁছোন। এসে এলাকাবাসীদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন তাঁরা। তার পর তাঁরাও বাইক নিয়ে চম্পট দেন। গোটা ঘটনা এলাকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লেও অভিযুক্তদের খোঁজ মিলছিল না। পুলিশের দাবি, এ বার সেই দুই যুবকই ধরা পড়লেন বাবুঘাটে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement