Unnatural Death in Hudco Foot Bridge

মানিকতলার হাডকো ফুটব্রিজে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, কী কারণে মৃত্যু, খতিয়ে দেখছে পুলিশ

মানিকতলা থানা এলাকার হাডকো ফুট ওভারব্রিজে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠিয়েছে। খতিয়ে দেখা হচ্ছে মৃত্যুর কারণ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ০৮:৫৪
Share:

মানিকতলার হাডকো ফুটব্রিজে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। —প্রতীকী চিত্র।

মানিকতলা থানা এলাকার হাডকো ফুট ওভারব্রিজে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার সকালে ওই ওভারব্রিজ থেকে এক যুবকের দেহ ঝুলতে দেখেন স্থানীয়েরা। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠিয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উল্টোডাঙা মেন রেড এবং সিআইটি রোড মোড়ের উপর থাকা হাডকো ফুট ওভারব্রিজের লোহার কাঠামো থেকে ঝুলছিল ওই যুবকের দেহ। গলায় বাঁধা ছিল নাইলনের দড়ি। এই ঘটনায় কেন্দ্র করে ব্যস্ত ওই এলাকায় উত্তেজনা ছড়ায়। কী কারণে ওই যুবকের মৃত্যু হল, এটি খুন না কি আত্মহত্যার ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে মৃত যুবকের নাম সঞ্জয় মিত্র। বয়স ৩৫। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের বাড়ি উল্টোডাঙায়। ইতিমধ্যেই পুলিশের তরফে ওই যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কী ভাবে ওই যুবকের মৃত্যু হল, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই, মৃত্যুর কারণ অনেকটা স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, দীর্ঘ দিন ধরে কোনও কাজকর্ম ছিল না সঞ্জয়ের। সাত বছর আগে তাঁর স্ত্রী দুই শিশুসন্তানকে নিয়ে বাড়ি ছাড়েন। মৃতের ভাই জানিয়েছেন, সম্প্রতি বাড়ির কারও সঙ্গে যোগাযোগ রাখতেন না সঞ্জয়। থাকতেন হাওড়ার কোনও এক জায়গায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement